নড়ে চরে প্রেমের ডাকঘর

নড়ে চরে প্রেমের ডাকঘর

ঝিলের ওধারে পাতা নড়ে
মনের এঘরে স্মৃতিরা চরে-
আয় মেঘলা আয় ঝেপে-
জল পরিস না আর মেপে।

মোমবাতিটা শ্যামলা উজ্জ্বল!
আগুন জ্বলে তাতে চঞ্চল চঞ্চল-
মোমের মেঘ কাঁদছে গড় গড়
আয় না তুফান নিভে দেই ঘর।

এপার ওপার সর্বপার- চাতক
উড়ুক- সাদা মেঘে- কাশবন ঘিরে
ভিজা ভিজা ঘাসের শ্যামলা অন্তর-
তবুও নড়ে চরে প্রেমের ডাকঘর ।
০৫-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নড়ে চরে প্রেমের ডাকঘর

  1. তবুও নড়ে চরে প্রেমের ডাকঘর ।

    শুভকামনা থাকলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. চমৎকার কবিতা পেয়েছি আজ। আজকের দিনে আপনার জন্য বিশেষ শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. এপার ওপার সর্বপার- চাতক
    উড়ুক- সাদা মেঘে- কাশবন ঘিরে

    * বাহ! চমৎকার…

মন্তব্য প্রধান বন্ধ আছে।