নড়ে চরে প্রেমের ডাকঘর
ঝিলের ওধারে পাতা নড়ে
মনের এঘরে স্মৃতিরা চরে-
আয় মেঘলা আয় ঝেপে-
জল পরিস না আর মেপে।
মোমবাতিটা শ্যামলা উজ্জ্বল!
আগুন জ্বলে তাতে চঞ্চল চঞ্চল-
মোমের মেঘ কাঁদছে গড় গড়
আয় না তুফান নিভে দেই ঘর।
এপার ওপার সর্বপার- চাতক
উড়ুক- সাদা মেঘে- কাশবন ঘিরে
ভিজা ভিজা ঘাসের শ্যামলা অন্তর-
তবুও নড়ে চরে প্রেমের ডাকঘর ।
০৫-০৮-১৮
————
তবুও নড়ে চরে প্রেমের ডাকঘর ।
শুভকামনা থাকলো
চমৎকার কবিতা পেয়েছি আজ। আজকের দিনে আপনার জন্য বিশেষ শুভেচ্ছা।
অসাধারণ হয়েছে কবিবাবু।
এপার ওপার সর্বপার- চাতক
উড়ুক- সাদা মেঘে- কাশবন ঘিরে
* বাহ! চমৎকার…