কবর হতে উধাও হয়ে গেছে চার কংকাল …

কবর হতে উধাও হয়ে গেছে চার কংকাল…

কনটেম্পোরারি কনটেক্সটে বাংলাদেশের জন্য এটা কোন খবরই না। যেখানে কবর হতে লাশ পর্যন্ত উধাও হয়ে যায়, সেখানে কংকাল তো কোন ফ্যাক্টরই না! কোমল মতি বিশ্বাসীদের বিশ্বাস করানো কঠিন হবেনা যদি বলা হয় ধর্মীয় রোডম্যাপের ট্রেইল ধরে লাশ চলে গেছে তার আপন ঘরে। অর্থাৎ ফেরেশতারা উঠিয়ে নিয়ে গেছেন সৌরজগতের বাইরে অন্য এক জগতে। যেখানে কৃতকর্মের জবাবদিহিতে শুরু হবে লাশের। কিন্তু বর্ণনায় যখন কংকাল উঠে আসে তখন ধরে নিতে হবে এখানে ধর্মীয় অনুশাসনের বাইরে অন্যকিছু আছে। এই যেমন চেতনার ফাঁক-ফোঁকর গলে ব্যাংকের ভল্ট হতে সোনা-দানা, হীরা-জহরত অথবা থোকা থোকা নগদ বেরিয়ে যায়। কবর আর ব্যাংকের ভল্ট আমার কাছে সব সময় এক ঔরসে জন্ম নেয়া মায়ের পেটের খালাত ভাইয়ের মত মনে হয়েছে। লাশের মত সোনা-দানাও যখন ভল্টে যায় ওদের প্রাণ থাকেনা। পার্থক্য একটা আছে বৈকি; লাশকে কবরে পাঠানো হয় চোখ আর নাকের পানিতে একাকার করে। আর সোনা-দানার দাফন হয় লোলুপ দৃষ্টির কামনা বাসনায়।

বলাই বাহুল্য মানব সভ্যতার নতুন করে খৎনা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশে। যার কারণে লাশ, কংকাল আর ভল্টের সংজ্ঞাও বদলে যাচ্ছে পালা করে। চার হাজার কোটি যেমন এখন কোন টাকা নয়, তেমনি লাশও কোন বস্তু না। স্রেফ হিউম্যান ওয়েস্ট। এখানেই আসে আইনস্টাইনের পদার্থের সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, ও এক অবস্থান হতে অন্য অবস্থানে রূপান্তরিত হওয়ার তত্ত্ব। সেই তত্ত্বের গবেষণা চালাতেই কি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিলো? হতে পারে। গবেষণার গিনিপিগ পাওয়া না গেলে হিউম্যান ওয়েষ্ট ব্যবহার কতটা বৈধ তা ৫৭ ধারা নামক আওয়ামী হাদিসে নিশ্চয় লিপিবদ্ধ আছে। এসব অব্শ্যই আমার মত ম্যাঙ্গোর জানার কথা নয়। বাস্তবতা হচ্ছে একই পরিবারের চারটি কংকাল একসাথে খোয়া গেছে। লাশ হতে মাংস খসে কংকাল হওয়ার বয়স খুব একটা বেশী ছিলনা। চার মাস হতে শুরু করে এক বছর পর্যন্ত।

উপসংহার হচ্ছে; গোটা বাংলাদেশই এখন একটা কবর। এখানে ১৬ কোটি জীবন্ত লাশ খাদ্য হয়ে শুয়ে আছে একদল শকুনির অপেক্ষায়। শকুন আসবে… লাশ খুবলে খুবলে খাবে, তবেই ধন্য হবে আমাদের বেচে থাকা।

6 thoughts on “কবর হতে উধাও হয়ে গেছে চার কংকাল …

  1. মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন রাখি দেশে কি আমরা সত্যই ভালো আছি ? :(

  2. রূপকের আড়ালে থাকে সকরুণ বাস্তবতা। সেই বাস্তবতাকে উপলব্ধি করলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।