আমি ঘুমতে পারি না

আমি ঘুমতে পারি না

আমার ঘুম আসে না
আমি ঘুমতে গেলে
একটি কুকুর করুণ শব্দে কেঁদে ওঠে
সেই কান্না শুনে মনে হয়
সে ভয়ংকর কিছু দ্যাখে
যা আমি দেখতে পাই না।

আমার ঘুম আসে না
আমি ঘুমতে গেলে
একটি প্যাঁচা ভাংগা কণ্ঠে চেঁচিয়ে ওঠে
আমি আতঁকে উঠি
ঘুম আর গুম গুলিয়ে ফেলি।

আমার ঘুম আসে না
একটু তন্দ্রা এলে
স্বপ্নে দেখি অজস্র সদ্য কলিগুলো
ফুল হয়ে ফোটার আগেই
দুমড়ে মুচড়ে হ্যাঁচকা টানে ছিড়ে ফেলা হচ্ছে
আমি লাফিয়ে উঠে পড়ি
জানালার ফাঁকে আকাশ দেখি
এ রাত কি পোহাবে না?
ভোর হতে আর কতো বাকী!
নতুন সূর্য কি আর উঠবে না?

আমার ঘুম আসে না
আমি ঘুমতে গেলে
কোটি কোটি হৃদয় অন্তর-দহনে পোঁড়ার গন্ধ পাই
অন্তর কষ্টের আর্তনাদ! হাহাকার! বোবা কান্না শুনি
আমি জেগে জেগে রাত কাটাই।

আমি ঘুমতে পারি না
আমি ঘুমতে গেলে
হায়েনার পায়ের আওয়াজ শুনি
আমি চমকে উঠি।

আমার ঘুম আসে না
আমার ঘুম আসে না
আমি ঘুমতে পারি না।।

10 thoughts on “আমি ঘুমতে পারি না

  1. 'আমি ঘুমতে পারি না
    আমি ঘুমতে গেলে
    হায়েনার পায়ের আওয়াজ শুনি
    আমি চমকে উঠি।'

    মধ্য রাতের কবিতায় আপনার জন্য সহস্র শুভেচ্ছা জানালাম কবি। শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. লিখায় চমৎকার রিদম অনুভব করলাম প্রিয় মানুষ মি. ইলহাম। আবৃতি উপযোগী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অজস্র ধন্যবাদ ।

  4. শব্দনীড়ে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু এখানে পোস্ট করতে সমস্যা হচ্ছে। দয়া করে কেউ একটু সহযোগিতা করবেন কি?

    1. আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। এখন থেকে লিখতে পারেন।
      ধন্যবাদ এবং স্বাগতম নিতাই বাবু। :)

  5. কথাগুলি অন্তর বাজিয়ে গেলো !

    দারুণ লিখেছেন!

  6. জাদের ঘুম পারার কথা তারা ঠিকি

    ঘুম পারতেছে- আপনিও নিশ্চিতে ঘুম পারুন!

    অনেক শুভেচ্ছা রইল কবি দা————–

     

  7. কোটি কোটি হৃদয় অন্তর-দহনে পোঁড়ার গন্ধ পাই
    অন্তর কষ্টের আর্তনাদ! হাহাকার! বোবা কান্না শুনি
    আমি জেগে জেগে রাত কাটাই।

     

    ** অন্তরাত্মায় স্পর্শ পাচ্ছি…

    ধন্যবাদ কবি।

  8. সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    সকলের মন্তব্যের প্রতি উত্তরের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা আমার নৈতিক দায়িত্ব এবং আমি তা করে থাকি কিন্তু পেশাগত ব্যাস্ততার কারণে তা আপাতত পারছিনা বলে আমি আন্তরিক ভাবে দূঃখিত।

    ইদানীং ফেসবুক সহ অন্যান্য মিডিয়াতেও তেমন আসতে পারছিনা একই কারণে।

    তবে শব্দনীড় পরিবার যে আমাকে এতোটা ভালোবাসেন তা  বুঝতে পেরে আমি মুগ্ধ এবং অনেক আনন্দিত! 

    আমার শ্রদ্ধাষ্পদেষু প্রিয় আজাদ জামান কাশ্মীর ছদ্ম নাম – মুরুব্বী ভাই যিনি শব্দনীড়ের স্টিয়ার ( steer) ধরে আছেন উনাকে সহ সকল সঞ্চালকবৃন্দ এবং শব্দনীড় পরিবারের সকল সদস্যগনের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।