একেমন পর আপন
পর সেতো -অনেক দূরের ঘ্রাণ ছড়া
মলিন করা কথা- আপন সেতো মাছ
ভাজা- ভাবনার রসবুনা ঝলের ব্যথা।
স্বাদের ভুবন জুড়ে এই তো সারা বেলা
পর আপনের চলছে কত রকম খেলা-
দেখেও তারা বুঝে না মূল্যবোধের চেতনা;
বড়ই লিচু আম আর জাম গাছে গাছে
ধরেছে কত মূল্যবোধ চেতনার ফুল ফল
কাচা পাকা সবুজ লাল হলুদ রঙে রাঙায়-
তবুও বুঝেও বুঝো না-দেখেও দেখো না
শুধু ওরা নর্দমায় মাখামাখি করে জল-
কেমন করো পর আপন- এবার নাহয়
খুলো তোমার মূল্যবোধের বিবেক চেতনা।
০৭-০৮-১৮
————-
বড়ই লিচু আম আর জাম গাছে গাছে
ধরেছে কত মূলবোধ চেতনার ফুল ফল
কাচা পাকা সবুজ লাল হলুদ রঙে রাঙায়-
* আপনার লেখার গভীরতা আমাকে বেশ মুগ্ধ করে, কবি দা…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-
চমৎকার আবাহন। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–
সুন্দর হয়েছে কবিবাবু। দিনদিন আপনার লেখা আরও ভাল হচ্ছে।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-
আপনার লেখনী পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অজস্র ধন্যবাদ।
জ্বি নিতাই দা
এই প্রথম কবিতা পাঠে মুগ্ধ হয়েছে জেনে
অনেক প্রেরণা পেলাম
আপনাকেউ
শুভেচ্ছা রইল এবং
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-