আমি এক রাত জাগা পাখি
আমি সারারাত জেগে স্বপ্ন দেখি
আমি তারাদের সাথে কথা বলি
আমি পরীদের সাথে হেঁটে চলি।
আমি আকাশে দেখি মাঘেদের খেলা
আমি দেখি বিজলির আলোর মেলা
আমি বজ্রের বিকট শব্দ শুনি
আমি নিরালা আকাশের রাতা গুনি।
আমি রাতে জোনাকির কাছে যাই
আমি অন্ধকারে আলো দেখতে পাই
আমি রাতে তীব্র বাতাসের শব্দ শুনি
আমি রাত জেগে স্বপ্নের জাল বুনি।
আমি স্বপ্ন দেখি রাজ্য হবো
আমি দেশ থেকে দুঃখ তাড়াবো
আমি স্বপ্ন দেখি প্রেমিক হবো
দুঃখী মানুষের সাথে প্রেম করবো।
নিতাই বাবু
সুন্দর প্রয়াশ অনেক শুভ কামনা কবি দা——-
আসলে আমি দাদা কবি নই। কবিতা লিখতে পারিও না। লিখতে চাই কবিতা, হয়ে যায় গদ্য বা গল্প। আমি সবসময় নগরের নগরবাসীর সমস্যা নিয়েই বেশি লিখি। আপনাদের দেখাদেখিই আমরা এই লেখা। আর আপনাসের প্রিয় শব্দনীড়েও এটা আমার প্রথম লেখা। ভালো লেগেছে শুনে অত্যন্ত খুশি হয়েছি শ্রদ্ধেয় দাদা। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন সবসময় ।
অসাধারণ মানের একটি লিখা। আপনাকে শব্দনীড় এ পেয়ে ভালো লাগছে নিতাই দা। অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান রইলো আপনার লিখার প্রতি। স্বাগতম।
সুন্দর মন্তব্য দানে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি নতুন, তাই আপনাদের সকলের সহযোগিতা আমার কাম্য। আশা করি এ থেকে আমি কখনও বঞ্চিত হবো না। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা।
শব্দনীড় সর্বজনীন একটি ব্লগ নিতাই দা। যে কোন জাতি ধর্ম বর্ণের অভিমত এবং সৃষ্টি প্রকাশে দ্বিধান্বিত নয়। আপনি খোলা হাতে লিখুন। সহ-ব্লগারদের পোস্ট পড়ুন, আপনার পরামর্শ বা মন্তব্য দিন তাতেই শব্দনীড় খুশি। আপনার জন্য শব্দনীড়্এর শুভেচ্ছা থাকবে সবসময়। শুভ সন্ধ্যা।
অবশ্যই শব্দনীড়ের সুনাম রক্ষায় সবসময় নিজেকে নিয়জিত রাখবো শ্রদ্ধেয় দাদা।
* শব্দনীড়ে আপনাকে স্বাগতম…
আমি আপনাদের এই স্বনামধন্য শব্দনীড় ব্লগে নতুন। আমি আপনাদের সকলের ভালোবাসা সহ সার্বিক সহযোগিতা কামনা করি। আশা করি সাথে রাখবেন সবসময়।
অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। অভিনন্দন এবং স্বাগতম দাদা।
এই স্বনামধন্য ব্লগে আমার একটা শুভেচ্ছা পোস্ট দেওয়ার দরকার ছিল। তাড়াহুড়ার কারণে তা আর দেওয়া হয়নি। তাই আমি আপনার করা মন্তব্যের প্রত্যুত্তরের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্লগের সকল লেখক/লেখিকা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আপনাকে অজস্র ধন্যবাদ।
প্রারম্ভিকে আপনার জন্য শুভেচ্ছা জানিয়ে গেলাম নিতাই বাবু। গল্প কবিতা প্রবন্ধ যখন যেটা মন চাইবে লিখবেন। কেউ মন্তব্য না করলেও মন খারাপ করবেন না। আপনি শুধু দেখবেন লেখাটি কয়বার পঠিত হয়েছে।
শব্দনীড়কে আমি ভালোবাসি। ১০ বছর থেকে শব্দনীড়ে আছি। একসময় প্রচণ্ড নিয়মিত ছিলাম। সাংসারিক কাজে এখন কিছুটা ব্যস্ত। শব্দনীড়ে যে কয়জন উপস্থিত থাকেন তারচাইতে অতিথি বেশী থাকেন। নিয়মিত বা অতিথি পাঠক আমাদের লেখা পড়ুক সেটাই তো আমরা চাই। সেখানে আমাদের স্বার্থকতা। ধন্যবাদ।
আপনাকেও অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আমি চেষ্টা করবো সবসময় অন্যের লেখাগুলো বেশি করে পড়তে। আমি জানি, অপরের লেখায় মন্তব্যের সূত্র ধরেই বন্ধুত্বের সৃষ্টি হয়। আর আমি লিখবোম আমার নগন্য লেখায় কেউ মন্তব্য করলো কিনা, সেটা দেখার বিষয় নয়! আমি অপরের লেখা পড়ে মন্তব্য দিতে পেরেছি কিনা, সেটাই দেখার বিষয় শ্রদ্ধেয় দিদি। আশা করি সবার ভালোবাসা নিয়ে এই স্বনামধন্য শব্দনীড়ে লিখে যেতে পারবো। আপনাকে আবারও ধন্যবাদ ।