খনা ও খনার বচন সম্পর্কে আমাদের সকলেরই কম বেশী ধারণা আছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকেই ধারনা করেন এগুলি কোন একক ব্যাক্তির লেখা নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন জনের বলা বা লেখাগুলি খনার নামে প্রচলিত হয়েছে। যাইহোক, এই বিতর্কে না যাই।
আমাদের পরিচিতো অনেক খনার বচন আছে, সেখান থেকে কিছু কিছু বচন এখানে শেয়ার করবো ব্যাখ্যা সহ।
১। আষাঢ়ে পনের শ্রাবণে পুরো
ধান লাগাও যত পারো।
ব্যাখ্যাঃ আষাঢ় মাসের ১৫তারিখ থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত ধান লাগানোর উপযুক্ত সময়।
২। পটল বুনলে ফাগুনে
ফলন বাড়ে দ্বিগুণে।
ব্যাখ্যাঃ ফালগুন মাসে পটল চাড়া বুনলে ভাল ফলন পাওয়া যায়।
৩। শোনরে বাপু চাষার পো
সুপারী বাগে মান্দার রো।
মান্দার পাতা পচলে গোড়ায়
ফড়ফড়াইয়া ফল বাড়ায়।
ব্যাখ্যাঃ মান্দর গাছে প্রচুর পাতা হয় এবং একটা নিদৃষ্ট সময় পর সেই পাতা ঝরে পরে। সুপারী বাগানে মান্দর গাছ লাগালে তার পাতা পচে ভালো জৈবসার হয়, এর ফলে সুপারি ফলন ভালো হয়।
৪। গাছ-গাছালি ঘন রোবে না
গাছ হবে তাতে ফল হবে না।
ব্যাখ্যাঃ ঘন করে গাছ লাগালে সেখান থেকে আশানুরুপ ফলন হয় না। তাই একটু ফাঁকা ফাঁকা করে গাছ লাগাতে হয়।
৫। সুপারীতে গোবর, বাশে মাটি
অফলা নারিকেল শিকর কাটি।
ব্যাখ্যাঃ সুপারী গাছের গোড়ায় গোবর (জৈব সার) আর বাশের গোড়ায় মাটি বেশী থাকলে তা ফলনের জন্য ভালো। আর ডাব বা নারকেল গাছে ডাব না হলে সেই গাছ কেটে ফেলাই ভালো।[/quote]
৬। বিপদে পড়ে নহে ভয়
অভিজ্ঞতায় হবে জয়
ব্যাখ্যাঃ বিপদে পড়েই অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর অভিজ্ঞতার বলেই বিপদকে জয় করা যায়। তাই বিপদে ভয় পেতে নেই।
৭। কপালে নাই ঘি,
ঠকঠকালে হবে কি!
ব্যাখ্যাঃ নিঃষ্ঠুর নিয়তি। ভাগ্যে না থাকলে কিছুই পায়া যায় না। (যদি আপনি ভাগ্যে বিশ্বস করেন।)
৮। খনা বলে শুনে যাও
নারিকেল মুলে চিটা দাও
গাছ হয় তাজা মোটা
তাড়াতাড়ি ধরে গোটা।
ব্যাখ্যাঃ অনেক আগে, সেই ছোট বেলায় দেখেছি- ধান মাড়ানোর পরে যে চিটা ধান (যে ধানের ভিতরে চাল হয় না) পাওয়া যেত, সেগুলি ছোট নারকেল চারার গোঢ়ায় দিয়ে দিতো। এখানে হয়তো এটার কথাই বলা হয়েছে।
৯। ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জান।
ব্যাখ্যাঃ বৃষ্টি হবার আগে আগে ব্যাঙগুলি অবিরাম ডাকতে থাকে। অর্থাৎ ব্যাঙ ঢাকা ঢাকি শুরু করলে বঝতে হবে বৃষ্টি আসবে।
১০। শোনরে বাপু চাষার বেটা
মাটির মধ্যে বেলে যেটা
তাতে যদি বুনিস পটল
তাতে তোর আশার সফল।
ব্যাখ্যাঃ বেলে মাটিতে পটলের ফলন সবচেয়ে ভালো হয়।
নিঃসন্দেহে নতুন কনসেপ্ট। আমার কাছে দারুণ লেগেছে।
আপনার পছন্দ হয়েছে জানতে পেরে ভালো লাগলো।
'পটল বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে।' মুগ্ধ হলাম ছবি দা।
ভালো কথা, পোষ্টে লিখতে ভুলে গেছি। এই পোষ্টের সমস্ত ছবি নেট থেকে সংগ্রহ করা।
অসাধারণ পোস্ট ভাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য তুবাপু।
প্রিয় দস্যু ভাই নিয়ে আসেন অবাক করা সব পর্ব!
এবার মহীয়সী খনার বচন!
শুভকামনা খনার বচন কে
ধন্যবাদ মন্তব্যের জন্য ইলহাম ভাই।
এই সিরিজটি দীর্ঘদিন চলবে।
খনার বচন- আমাদের অমূল্য সম্পদ…
ঠিক কথা।
সহজ সরল ভাষায় নানান বিষয় উঠে এসেছে এই বচন গুলিতে।
অনেকদিন থেকে খনার বচন সর্বজনীন পরিচিত এমন পোস্ট আশা করছিলাম আপনার থেকে। আজ পূর্ণ হলো। আমার অনুরোধ থাকবে শিক্ষামূলক এই পোস্ট কন্টিনিউ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দস্যু ভাই। শুভ সকাল।
তাহলে এই পোষ্ট করাটা কাকতালিয় হয়ে গেলো!!
অনেক আগে এই প্রথম পর্ব লিখে পরে আর এগুইনি।
লেখা শুরু করে শেষ না করার বদনাম আমার অতি পুরনো। তবে এবার এটা অনেকদূর এগুবে। অলরেডি দ্বিতীয় পর্ব তৈরি করে এনেছি।
ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
একদম নতুনত্ব অনেক শুভ কামনা জানাই—————–
ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই।