শ্রাবণের প্রথম রাত্রি

শ্রাবণের প্রথম রাত্রি

শ্রাবণের প্রথম রাত্রি,
বৃষ্টি এলো টিপ টিপ, ঝর ঝর
মৃদু মাদকতায় ভিজে যায় নগরের শরীর
আধো কাঁপনে নিয়ন বাতির স্পর্শে চমকে উঠে যেন!
নন্দিনী আবেদনময়ি নন্দন নগর; জোছনার আধেক আলোতে
নির্লিপ্ত বাসনায় চুপসে রয় শ্রাবণ ধারায়।

নিশির সিঁথান জুড়ে বাহারি নগর যেন
অম্ল আবেশে নিদ্রা যাপনে ভোর বিলাস;
মেঘের ফাঁকে ফাঁকে নক্ষত্রের ভাঙা ভাঙা আলো খেলা করে
শ্রাবণ বৃষ্টির নিয়ন ধরে; মুখ লুকিয়ে জোছনা
নমিত বৃষ্টির ছায়ার আদলে এ কি বীণা বাজে?
শীতল হাওয়া মূর্চ্ছা যেতে যেতে; ইট সুরকির গায়ে মিলায়।

মিলায় এ কোন যাতনা?
বর্ষা জলে ধোয়া পিচঢালা পথে;
লক্ষ লক্ষ নন্দিত পাদুকার ছাপ এলোমেলো
জ্যামিতিক হারে নগর মৃত্তিকায় নমিত স্বপ্ন আঁকে।

১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।

3 thoughts on “শ্রাবণের প্রথম রাত্রি

  1. নিশির সিঁথান জুড়ে বাহারি নগর যেন
    অম্ল আবেশে নিদ্রা যাপনে ভোর বিলাস;

     

    * মান্নান ভাই, শুভ কামনা সবসময়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. লক্ষ লক্ষ নন্দিত পাদুকার ছাপে এলোমেলো সব; জ্যামিতিক হারে নগর মৃত্তিকায় নমিত স্বপ্ন আঁকা। ___ অসাধারণ একটি বাণী। ধন্যবাদ প্রিয় মাটি ও মানুষের কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।