স্বার্থের টানে হলাম অন্ধ
বন্ধ দুটি আঁখি,
বলি না কভু সত্য কথা
অসৎ দৃষ্টি রাখি।
টাকা পয়সা সোনা দানা
আছে জায়গা জমি,
তবুও যে ভরে না পেট
আরও চাই আমি।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
মন্দিরে দেই পূজা,
সদা থাকি উপবাস
লোক দেখানো রোজা।
মন্দিরে দেই পাঁঠাবলি
মা কালীর চরণে,
আবার করি পশু জবাই
ঐ বেহেস্তের স্মরণে।
গয়া গেলাম কাশি গেলাম
গেলাম মথুরায়,
জিন্দা মরা মরতে গেলাম
ঐ মক্কা মদিনায়।
কোথায় স্বর্গ কোথায় নরক
বেহেস্ত কোথায়?
স্বার্থের টানে অন্ধ আমি
তাই দেখা নাহি যায়।
স্বর্গ নাই আকাশে আর
নরক নাই পাতালে,
মানুষের মাঝে স্বর্গ নরক
শাস্ত্রে যায় বলে।
দিন থাকতে পাগল মন
সোজা পথে চল,
স্বার্থের টানে বাড়ইও না
নিজের বাহুবল।
নিতাই বাবু
ছবি ইন্টারনেট থেকে।
ছড়াতে বেশ বোধময় ছুঁয়ে গেলো কবি দা
সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্য শ্রদ্ধেয় দাদা। সাথে শুভকামনাও থাকলো।
পাঁচ তারকা উপহার আপনার জন্য দাদা।

যেই উপহারই দেন-না-কেন, সেটাই থাকবে ব্লগের সবার জন্য। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
বাস্তব অনুভূতি এবং স্বকীয়তার প্রকাশ। গ্রেট।
আত্মবিশ্লেষণে খাঁটি কথা উঠে এসেছে নিতাই বাবু দা। বেশ।
সত্য সুন্দর।
* কবিতাখানি পড়তে বেশ ছন্দ পেলাম। ছড়ার গন্ধ আছে…
শুভরাত্রি।