বেলা অবেলায় শুধু তুমি

আমার বেলা-অবেলার প্রহর গুলো,
আমার সারাদিনের ভালো লাগার ইচ্ছেগুলো
তোমাকে নিয়েই কেটে যায় বহতা নদীর মতো।
কখনো আসে গ্রীষ্মের প্রখরতা, কখনো বা আষাঢ়
শ্রাবনের ঝর ঝর, শরতে মেঘের আনোগোনা
সব তোমাকে ঘিরে,
শুধু তোমাকেই ঘিরে।

দূর পাহাড়ের গায়ে হোচট খাওয়া মেঘেদের ঝরে পরা,
হঠাত বাধায় উপচে পরা খরশ্রোতা নদীর পানি
অথবা তোমার হঠাত আসার সম্ভাবনায় চমকে যাওয়া মন,
সব কিছু নিয়ে আমার বেলা অবেলায় কেটে যাওয়া
দিন রাত, তোমাকে খুঁজে,
শুধু তোমাকেই খুঁজে।

পাহাড় অথবা সমতল, বন্যা অথবা খরায়,
শীত কিম্বা বসন্তে সারাবছর, সারামাস
তোমার অপেক্ষা আমাকে আরো তীব্র টানে,
আরো সুরে-অসুরে আমার সকল বেদনায় বাজে
সুর বাজে গান, আমি তোমাতে মিশে যাই,
শুধু তোমাতেই মিশে যাই।

11 thoughts on “বেলা অবেলায় শুধু তুমি

  1. দারুণ একটি কবিতা উপহার দিয়েছেন মি. কাজী রাশেদ। গুড। :)

    শব্দনীড় এ আপনাকে স্বাগতম। নিয়মিত থাকুন। পারস্পরিক সৌহার্দ্যে শব্দনীড় হয়ে উঠুক আপনার বন্ধু। যে কোন লিখার শিরোনামে যতিচিহ্ন এবং ক্যাটাগরি নির্বাচনের সময় মূল এবং শাখা'র যে কোন একটি বেছে নিন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ভালো লাগা। আপনাদের সান্নিধ্য আমাকে কৃথার্থ করবে, আমাকে সমৃদ্ধ করবে। 

  2. রোম্যান্টিক একটি লিখা বটে। শব্দনীড় এ আপনাকে সুস্বাগতম জানাই দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ভালো লাগা দিদি, আপনার মন্তব্য আমাকে সমৃদ্ধ করছে। এবং আরো করবে।

  3. বেশ রোমান্টিক কাব্যরস 

    অনেক শুভেচ্ছা  নিবেন কবি দাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. সুন্দর একটা কবিতা উপহার দিয়ে এই শব্দনীড়ে পদচারণা শুরু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। সাথে শুভকামনাও রইল।

  5. বেলা অবেলায় শুধু তুমি। শিরোনাম আর কন্টেন্ট পড়েই মনটা ভরে উঠলো। সতীর্থ বন্ধু হিসেবে শব্দনীড় এ স্বাগতম আপনাকে।

  6. আরো সুরে-অসুরে আমার সকল বেদনায় বাজে
    সুর বাজে গান, আমি তোমাতে মিশে যাই,
    শুধু তোমাতেই মিশে যাই।

     

    * শব্দনীড়ে  আপনার প্রথম লেখা বেশ ভালো লেগেছে…

    শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।