6- NA

বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০৬

পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।

এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”

প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।


৫১। Ichkeria (ইচ্কেরিয়া)

নেকড়ে (Chechen wolf)

৫২। ভারত

বেঙ্গল টাইগার (Bengal Tiger)

ময়ূর (Peacock)

কিং কোবরা (King Cobra)

হনুমান (Hanuman Langur) (জাতীয় আইকন)

ডলফিন (Dolphin)

৫৩। ইন্দোনেশিয়া

কোমোডো ড্রাগণ বা গোসাপ (Komodo Dragon)

Asian arowana (বাংলা নাম জানা নাই)

জাভান হাওয়াক ঈগল (Javan Hawk-eagle)

৫৪। আয়ারল্যান্ড

লাল পুরুষ হরিণ (Stag বা Red Deer )

Lapwing (বাংলা নাম জানা নাই)

৫৫। ইরান

এশিয়াটিক চিতা (Asiatic Cheetah)

পারশিয়ান চিতা বাঘ (Persian Leopard)

পরশিয়ান হরিণ (Persian fallow deer)

৫৬। Isle of Man

Manx বিড়াল

৫৭। ইসরায়েল

ইসরাইলি গজলা হরিণ (Israeli Gazelle)

Hoopoe (বাংলা নাম জানা নাই)

৫৮। ইতালি

ইটালিয়ান নেকড়ে (Italian Wolf)

৫৯। আইভরি কোস্ট

আফ্রিকান হাতি (African Elephant)

৬০। জামাইকা

Green-and-black Streamertail (বাংলা নাম জানা নাই)

তথ্য ও ছবি : সংগ্রহীত

12 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০৬

    1. তেমন কিছু না। একটু খুঁজে খুঁজে পরিষ্কার ছবি দেয়ার চেষ্টা শুধু।

  1. ভেরি স্মার্ট এ্যাণ্ড কিউট এই বড় মিঞাভাই। শুভেচ্ছা প্রিয় দস্যু ভাই। :)

      1. কোথায় যেতে হবে জানি, কদদিন অপেক্ষা করতে হবে তারও আইডিয়া আছে। শুধু সমস্যা হচ্ছে বনদস্যুদের https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  2. মনোলোভা পোস্ট। শব্দনীড় এর এই বিষয়টি আমার ভীষণ পছন্দ, এখানে এলে ব্লগারদের বিভিন্ন স্বাদের লেখার দেখা পাওয়া যায়। ধন্যবাদ ভাই।

    1. সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।