শেখ মুজিবের কথা কয়

শেখ মুজিবের কথা কয়

চড়ুই পাখি টুনটুনিরা
বল্লো আমায় কথার ছলে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
শেখ মুজিবের কথা বলে।

ওঝার খাল ও মাগুরা নদী
বল্লো আমায় ধীরে বহে
সুরমা মেঘনা যমুনাও
শেখ মুজিবের কথা কহে।

রক্তজবা হিজল জারুল
বল্লো আমায় ধীর মলয়
গোলাপ শিমুল কৃষ্ণচূড়া
শেখ মুজিবের কথা কয়।

4 thoughts on “শেখ মুজিবের কথা কয়

  1. "রক্তজবা হিজল জারুল
    বল্লো আমায় ধীর মলয়
    গোলাপ শিমুল কৃষ্ণচূড়া
    শেখ মুজিবের কথা কয়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. রক্তজবা হিজল জারুল
    বল্লো আমায় ধীর মলয়
    গোলাপ শিমুল কৃষ্ণচূড়া
    শেখ মুজিবের কথা কয়।

     

    * বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর প্রকাশ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. শেখ মুজিবের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। সাথে সুন্দর লেখনীর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।