কুফা সমাচার!

কুফা শব্দ নেই ভাই
বাংলা অভিধানে,
কুফা শব্দ কোত্থেকে
তা কেউ না জানে।

কথিত কুফা শব্দ নেই
আনন্দ বাজার পত্রিকায়,
কোত্থেকে এলো কুফা
ভেবে না কেউ পায়।

কুফা হলো ইরাকের শহর
ইতিহাসে পাওয়া যায়,
এই কুফা সেই কুফা নয়
তবুও লোকে বলে হায়!

লোকে বলে কুফা কুফা
লাগলো বুঝি কুফা,
যাত্রাপথে পেছন থেকে
ডাক দিয়েছেন ফুফা।

হায়রে কপাল আমার
এই বুঝি লাগলো কুফা,
তাড়াতাড়ি ওঝা এসে
শুরু করলো ফু-ফা।

হঠাৎ করে তেলের শিশি
পড়ে যদি ভেঙ্গে যায়,
লোকে বলে যত জঞ্জাল
লাগালো এই কুফায়।

বিয়ে শাদি ভেঙ্গে গেলে
কথিত কুফার কথা ওঠে,
কুফা যদি লেগে যায়
খাবারও না জোটে।

কুফা কুফা কুফা ভাই
কুফার যেন শেষ নাই,
দুর্ঘটনা ঘটে গেলে
কুফা উপর দোষ চাপাই।

মঙ্গল অমঙ্গল সুখদুঃখ
জীবন চলার সাথি,
কুফা শব্দ অমঙ্গল সূচক
সবাই বলে দুঃখের সারথি।

অমঙ্গলের বিপরীত শব্দ
কে বানালো যে কুফা,
কুফা লাগার ভয়ে আবার
বাড়ায় না কেউ দুই পা।

দোকানে যদি না হয় বেচা
কেউ বলে কুফা লাগছে,
বাজারে লেগেছে কুফা
অনেক মানুষ তা বলছে।

কুফা যেন রাহুগ্রাস
সবকিছু গ্রাস করছে,
চুরি করে ধরা পড়লে
কুফার দোষ দিচ্ছে।

মোবাইল যদি নষ্ট হয়
কুফার কথাই কয় লোকে,
নিজের শরীরেও লাগে কুফা
তাই মরে ধুঁকে ধুঁকে।

ফুটবল খেলায়ও লাগে কুফা
অনেক সমর্থকরা বলে,
কুফা যদি না লাগতো ভাই
জিততো দুই তিন গোলে।

নিজের দোষে নিজে দুষি
কুফা হবে কেন দুষি?
অযথা অকথ্য কুফা
তাকে দুষে হয় যে খুশি।

নিজের দোষে চলতে গিয়ে
কাটা পড়ল কেউ ট্রেনে,
কুফা যেন ধাক্কা দিয়ে
ফেলে দিল ড্রেনে।

লেখাপড়ায় মন বসে না
কুফা লাগলো হায়,
পরীক্ষায় করলে ফেল
বলে সব করছে কুফায়।

পা পিছলে পড়ে গেলে
কেউ বলে লাগছে কুফা,
কুফার ভয়ে সন্ধ্যাবেলায়
রমণীরা বাঁধে না যে খোপা।

কুফা নাই কুফা নাই
কোথাও খুঁজে না পাই
চাঁদের দেশে বুড়ি নাই
বিজ্ঞানীরা করেছে যাচাই।

বানানো কুসংস্কার কথা
কুফার জন্য যত ব্যথা,
ভুলে যাও কুফার কথা
হাল্কা রাখো নিজের মাথা।

নিতাই বাবু
১৩/০৮/২০১৮ইং

ছবি ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

11 thoughts on “কুফা সমাচার!

  1. কুফা !!! হাহাহা। এইটাও একটা সামাজিক সংস্কৃতি। মনে হয় সবচেয়ে পুরোনোও বটে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা, আপনি ঠিক বলেছেন! এই কুফা শব্দটি অনেক পুরানো হয়ে গেছে। যা এখন ছেলে বুড়ো সকলের মুখে মুখেই থাকে।

      আপনার সুন্দর মন্তব্যে আমার এই নগণ্য লেখাটা সূচিত হলো শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন। 

    1. আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।  আশা করি ভালো থাকবেন ।

  2. "কুফা"র সমস্যাটা হল কনফিডেন্স লেভেল কমিয়ে দিয়ে মাঝে মধ্যে "কুফা" বাস্তবায়িত হয়ে যায়। তখন "কুফা" সংস্কৃতি টিকে থাকার জন্য ফুয়েল পায়।

    "বানানো কুসংস্কার কথা
    কুফার জন্য যত ব্যথা,
    ভুলে যাও কুফার কথা
    হাল্কা রাখো নিজের মাথা।"

    1. হ্যাঁ দাদা বাংলা অভিধানে এই কুফা শব্দটি না থাকলেও শব্দটি এখন মানুষে মুখে মুখে  সাংস্কৃতিতে রূপ নিয়েছে। কোনও অঘটন ঘটলেই প্রথমে মুখে আসে কুফা! আপনাকে অজস্র ধন্যবাদ ।

  3. বাব্বাহ্। আপনি তো দারুণ সব লিখা উপহার দিয়ে চলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার একটা সুন্দর মন্তব্যের আশায় রিয়া দিদি।

  4. মোবাইল যদি নষ্ট হয়
    কুফার কথাই কয় লোকে,
    নিজের শরীরেও লাগে কুফা
    তাই মরে ধুঁকে ধুঁকে।

     

    * দারুন কুফা সমাচার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অমঙ্গলের বিপরীত শব্দ এখন কুফা । কিছু অঘটন ঘটলেই বলে কুফা।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।