অনেকদিন কোথাও যাওয়া হয় না, তোমার ওখানেও না।
কথা ছিলো বেশ কিছুটা সময় নিয়ে,
কাজের তাড়া কে ছুটি দিয়ে,
তোমার কাছেই চলে যাবো।
বাতাসের সাথে, নীল আকাশের সাথে
আর তোমার হাতে হাত রেখে
মাঝে মাঝেই হারিয়ে যাবো কারণে অকারণে।
যাওয়ার ইচ্ছেটা প্রায়ই
ভীষন ভাবে মনে করিয়ে দেয়,
হাতের কাজগুলো তাড়াহুড়োয় গুছিয়ে নেই,
তবু তোমার ওখানেই যাওয়া হয় না আমার।
তোমাকে ভুলে যাওয়া কখনোই হলো না,
কাজে অকাজে মনে পরে।
অনেক কিছুই আজকাল ভুলে
যেতে পারি নিয়ম – অনিয়ম,
শুধু ভুলা হয় না তোমাকেই।
একদিন সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে
তোমার কাছেই চলে যাবো,
যেতেই হবে, শুধু সময় আমাকে দিচ্ছে না সময়।
সময়েরও যে সময় প্রয়োজন প্রিয় কবি কাজী রাশেদ। ওরও ছুটি চাই … পায় কই !!
এমন আষ্টেপৃষ্টে সময়কে সঙ্গী করে চলেছি আমরা; দুদিন বাদে ওর নাম যে সময়; সময়ই ভুলিয়ে দেবে। ভালো থেকে সময়কে বিশ্রাম দিন। সময়ই সময় দেবে।
দারুন ভালো লাগা, আপনার মন্তব্যে আমার লেখা সার্থক হয়ে উঠে।
একদিন সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে
তোমার কাছেই চলে যাবো,——–একধম চিরবাস্তব কথা প্রকাশ করেছেন কবি দা
বাহ কবি দা। সময়ের বিশ্লেষণ অসাধারণ হয়েছে।
আবেদন করুন বিশ্রাম নিন।
* শিরোনামেই কবিতার সার্থকতা নির্দেশ করে…