অন্তঃসলিলা

অন্তঃসলিলা

বুঝিনি এভাবে পাখসাট বাঁধবে! অনুভয়ে ছিলাম-
আবার যদি ঘ্রেয় অনলে পোড়াও- জ্বালোও-
সত্যিই পথহারা অপেক্ষায় ছিলাম;
আসবে পাখসাট ভেঙ্গে কিন্তু-
ঐখানে ছিল দ্বৈরথ;

শুনেছি, করেছো নাকি ঊঢ়া ! বেশ করবেই তো-
যে প্রণয়ের জঙ্গম ছিল না, শুধু তাকে
এভাবেই মুমুক্ষা করতে হবে-
দুর্দমনীয়, অন্তঃসলিলা!

কেন অপাঙ্গ জুড়ে অবিনশ্বর, রাঘব, বন্ধুর- হা-ঘর-
শুধু জলপান করলে শিঞ্জন- এতটুকু
উপচার, বোধহীন- বুঝলে না-
এখানেই ক্রন্দসী।
১৩-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “অন্তঃসলিলা

  1. অপ্রচলিত শব্দ-বন্ধনে আপনার কবিতা নিশ্চয়ই পাঠকপ্রিয় হবে প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  2. কেন অপাঙ্গ জুড়ে অবিনশ্বর, রাঘব, বন্ধুর- হা-ঘর-
    শুধু জলপান করলে শিঞ্জন- এতটুকু
    উপচার, বোধহীন- বুঝলে না-
    এখানেই ক্রন্দসী।
     

    * সুপ্রিয় কবি দা, দারুন হয়েছে কবিতাখানি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।