অন্তঃসলিলা
বুঝিনি এভাবে পাখসাট বাঁধবে! অনুভয়ে ছিলাম-
আবার যদি ঘ্রেয় অনলে পোড়াও- জ্বালোও-
সত্যিই পথহারা অপেক্ষায় ছিলাম;
আসবে পাখসাট ভেঙ্গে কিন্তু-
ঐখানে ছিল দ্বৈরথ;
শুনেছি, করেছো নাকি ঊঢ়া ! বেশ করবেই তো-
যে প্রণয়ের জঙ্গম ছিল না, শুধু তাকে
এভাবেই মুমুক্ষা করতে হবে-
দুর্দমনীয়, অন্তঃসলিলা!
কেন অপাঙ্গ জুড়ে অবিনশ্বর, রাঘব, বন্ধুর- হা-ঘর-
শুধু জলপান করলে শিঞ্জন- এতটুকু
উপচার, বোধহীন- বুঝলে না-
এখানেই ক্রন্দসী।
১৩-০৮-১৮
————
অপ্রচলিত শব্দ-বন্ধনে আপনার কবিতা নিশ্চয়ই পাঠকপ্রিয় হবে প্রিয় বাউল কবি।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——–
অভিনন্দন কবিবাবু। দারুণ লিখছেন।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——–
কেন অপাঙ্গ জুড়ে অবিনশ্বর, রাঘব, বন্ধুর- হা-ঘর-
শুধু জলপান করলে শিঞ্জন- এতটুকু
উপচার, বোধহীন- বুঝলে না-
এখানেই ক্রন্দসী।
* সুপ্রিয় কবি দা, দারুন হয়েছে কবিতাখানি…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——–