ঘূর্ণায়মান ঘূর্ণি স্রোতে বেয়ে চলে জীবন তরী
কুজ্ঝটিকার দেয়াল ভেদে দেখা দেয় আলোক রশ্মি
আত্মহারা হই, মরীচিকার ফাঁদ ভুলে
বিমুগ্ধ দু নয়নে পথিক আমি পথ খুঁজি পথে।
ঊষার দুয়ারে আঘাত হানিব বলে হইনি পথের বিবাগী
এতোটুকু আশার আলো করে আমায় অগ্রগামী
স্বপ্ন দেখি হয়ে স্বপ্নচারী; বাঁচি স্বপ্নের ঘোরে
স্বপ্ন চঞ্চলা চকিত চাহনি; ঘুরে ফিরে মিলি স্বপ্ন বাসরে।
গগনচুম্বী স্বপ্ন নয়, স্বপ্ন দেখি সমতল
ভাঙ্গে তবু স্বপ্ন; হয়ে যাই বিরহী চঞ্চল,
একাঙ্কিকার দর্শক হয়ে; কেটে যায় জীবন বেলা
এভাবে হয়তো একদিন সাঙ্গ হবে জীবনের খেলা।
আপনার লিখায় ভাষা জ্ঞান এমনিতে পরিচিত। এটা সত্য প্রশংসার দাবী রাখে। অভিনন্দন কবি। শুভ সকাল।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। লেখা পরিচিত করে নেয়াতে…

শুভরাত্রি।
গগনচুম্বী স্বপ্ন নয়, স্বপ্ন দেখি সমতল
ভাঙ্গে তবু স্বপ্ন; হয়ে যাই বিরহী চঞ্চল,——–চমৎকার প্রকাশ কবি দা
* সুপ্রিয় কবি দা, ভালো থাকুন নিরন্তর…

"একাঙ্কিকার দর্শক হয়ে; কেটে যায় জীবন বেলা
এভাবে হয়তো একদিন সাঙ্গ হবে জীবনের খেলা।"
জীবনের সবচে বড় সত্যটাকে কবিতায় তুলে এনেছেন। দারুণ!
* সুপ্রিয়, শুভ কামনা সবসময়…

একাঙ্কিকার দর্শক হয়ে; কেটে যায় জীবন বেলা







খুবই ভাবনার কথা কবি,,,,,,,,,



এভাবে হয়তো একদিন সাঙ্গ হবে জীবনের খেলা।
শুনলেই আতকে উঠতে হয় যে




* সুপ্রিয় কবি, বিষয়টি আতঙ্কের সেটিই বাস্তবতা, মেনে নেয়া ছাড়া উপায় নেই…
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা নিন কবি দা।
* সুপ্রিয় কবি দি, শুভরাত্রি…