দেবদুতের স্পর্শ
Touched by an Angel
(by Maya Angelou)
একাকীত্বের খোলসে লুকোনো আমাদের ভীরু মন
অপেক্ষা করে মহিমান্বিত ভালোবাসার আগমন
তার পুণ্য মন্দির থেকে আমাদের চোখের সামনে।
ভালোবাসার সাথে জড়ানো থাকে অতীতের
বেদনা ভরা স্মৃতি যা মনকে আরও ভারাক্রান্ত করে
কিন্তু অটুট মনের বিশ্বাস আমাদের আত্মগ্লানি আর
ভয়ের শৃঙ্খল থেকে মুক্তি দিতে সাহায্য করে।
ধীরে ধীরে স্তিমিত মন ভালোবাসার উজ্জ্বল আলোয়
উদ্ভাসিত হয় ভয়ের খোলস থেকে পায় চিরমুক্তি।
আমরা অবশেষে উপলব্ধি করি ভালোবাসাই জীবনে
সুধারস আনে আর মানবাত্মা পায় অনন্ত মুক্তির স্বাদ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। কিছুদিন অনুবাদ পড়া হয়নি। আজ হলো।
আমরা অবশেষে উপলব্ধি করি ভালোবাসাই জীবনে
সুধারস আনে আর মানবাত্মা পায় অনন্ত মুক্তির স্বাদ।
অসাধারন উপলব্ধি। ভালো লাগা।
অনুবাদ কবিতায় মুগ্ধ হলাম দিদি ভাই।
"আমরা অবশেষে উপলব্ধি করি ভালোবাসাই জীবনে
সুধারস আনে আর মানবাত্মা পায় অনন্ত মুক্তির স্বাদ।"
ভালো লেগেছে !
ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা হলো এ দেহের নিশ্বাস
নিশ্বাস ছাড়া মানুষ কখনও বাঁচে কি?
বেঁচে থাকাটাই ভালোবাসা। ভালোবাসা নেই, পৃথিবীর মায়া জলাঞ্জলি দিয়ে চিরনিদ্রায় শায়িত হতে হয়।