হে অল্পভাষী অপরিণামদর্শী প্রেমিক,
ভালোবাসা ও অবহেলার মত পরস্পরবিরোধী যুগল শব্দে তুমি লিখতে চাও কোন মহাকাব্য ?
নারী হৃদয়ের ব্যাকুলতা ভরাতে চাও তোমার কোন কাব্যিক উপমায় ?
স্রোতের বিপরীতে দাঁড় টেনে পালে যে হাওয়া তুমি লাগিয়েছ
সে হাওয়া ঘূর্ণি হয়ে তোমাকে নিয়ে যাবে দূরে – আরও দূরে!
যদিওবা কাছাকাছি তুমি কোনদিনও আসতে চাও নি৷
আমার অপরাধের শীর্ষ ও সর্বশেষ সীমানাঃ কেবল তোমাকে ভালোবাসা।
নিজের ছোট্ট বুকে চপলতা ও চঞ্চলতায় লজ্জিত মুখে
হৃদয়ে যে তুলে দিয়েছি এক সর্বগ্রাসী ঢেউ
সেই চঞ্চল চপলা আমি তখন তোমার নবলব্ধ প্রেমিকা;
যা’কে তুমি আপন করে নিলে ঠিকই কিন্তু বশে নিলে না।
তোমার বৈরাগ্য ও উদাসীনতা আমাকে যে খুব বেশি সুখ এনে দিত তাও নয়
তুমি ভেবেছ,
সম্ভোগ পরের বিষয়, আপাতত আপনাতেই থাক
আপন আলোয়- আপন আলয়ে;
নিজের প্রতি যে বিতৃষ্ণা তুমি ধরিয়েছ তা কোন অসুখ নয়-
ভেবেছ তোমার এই খামখেয়ালীপনা বুঝি নারী হৃদয়ের কাম্য,
ভুল পুরুষ বেখেয়ালে জলাঞ্জলি দিয়েছ নিজ যক্ষের পৌরুষ,
যে নিজের শরীর চিনে না- নিজেকে ভালোবাসে না
অন্য আরেক সত্ত্বাকে কি ভালোবাসা সে দেবে?
বিদায় ঊষা লগ্নে হে প্রিয় এই হোক কামনা-
বেপরোয়া জীবনের গতিতে ভেসে যাওয়ার আগেই শুধরে নিও নিজেকে
অদম্য ইন্দ্রিয়শক্তিতে নিজেকে করে নিও শাণিত
দুর্নিবার গতিতে চলতে চলতে কখনোবা থমকে যেও- দেখে নিও নিজেকে
প্রণয়ের রঙে ও রূপে যা আমিও দেখেছিলাম তোমার চোখে ।
-
১৭ ই আগস্ট, ২০১৮
————————–
কবিতায় দুইটা জিনিস বোঝাতে চেয়েছি, পুরুষের হৃদয়ের বৈরাগ্য নারী হৃদয়ে কেমন প্রভাব ফেলে একজন পুরুষ হয়ে সেটা অনুধাবন করা। এবং নারীর চোখে পুরুষের রূপ দেখা।
ছবির ক্রেডীটঃ ছবি এখান থেকে নেয়া
কবিতাটি পড়ে মন্তব্য করার খেই পাচ্ছিলাম না; তখনই এর মর্মার্থ দিয়ে উদ্ধার করলেন মি. জাহিদ অনিক। দারুণ পরিস্ফূটন নিঃসন্দেহে। ধন্যবাদ এবং ঈদ মোবারক।
হা হা, আপনার কথা শুনে হাসলাম।
ধন্যবাদ মুরুব্বী। ঈদ মোবারাক আপনাকেও
শীর্ষ ও সর্বশেষ সীমানাঃ কেবল তোমাকে ভালোবাসা।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রিয়া রিয়া, ভালো থাকবেন
চমৎকার গভীর ভাবনার প্রকাশ- কবি দা
অনেক শুভেচ্ছা রইল———
সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলমগীর সরকার লিটন
যে নিজের শরীর চিনে না- নিজেকে ভালোবাসে না
অন্য আরেক সত্ত্বাকে কি ভালোবাসা সে দেবে?
কবিতা পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা মিঃ ইলহাম
বেপরোয়া জীবনের গতিতে ভেসে যাওয়ার আগেই শুধরে নিও নিজেকে
অদম্য ইন্দ্রিয়শক্তিতে নিজেকে করে নিও শাণিত
* কবিতার ভাব ও বিষয়বস্তু দুটোই ভালো লেগেছে আমার কাছে।
শুভরাত্রি।
কবিতা পাঠ ও চমৎকার মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন মুহাম্মদ দিলওয়ার হুসাইন
শুভ দুপুর
স্রোতের বিপরীতে দাঁড় টেনে পালে যে হাওয়া তুমি লাগিয়েছ
সে হাওয়া ঘূর্ণি হয়ে তোমাকে নিয়ে যাবে দূরে – আরও দূরে!
অসাধারণ কবি!

কবিতা পাঠ ও চমৎকার মন্তব্যে বেশ অনুপ্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মোঃ খালিদ উমর