অতন্দ্র রাত

অতন্দ্র রাত

কাঠপুড়ানলে যৌবন যে এখন ওদের-
ওরা তো জানে না- অন্তঃসলিলার কতটুকু মানে ?
কতটুকু অন্তঃজ্বালাময় বেদনা;

আর কত এভাবেই বয়বে নোনা সাগর
সময়ে যারা খেলতে পারে -জলতরঙ্গের মতো
তারাই তাপরশ্মি রবফ গলায় ক্ষত-

সুরালা গলায় ওদের বিদ্বেষী রূপ যৌবন
কি করে বাঁধবে বাঁধ-মৃত্তিকায় রক্তক্ষরণ জীবন্তলাশ
অন্তময় অন্তঃসলিলায় যে অতন্দ্র রাত।

তোমাদের কাঁটাতে হবে স্বপ্ন ঘোরবালিশে
নয় ভয়ঙ্কর যৌবনে, কিংবা নিরবে দু’তলা চড়ই ঘরে
অভয়রাণ্যে রেখো না কখনো অতন্দ্র আচ।
১৮-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “অতন্দ্র রাত

  1. কী সুন্দর শব্দের বুনন। চমৎকার হয়েছে কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  2. আর কত এভাবেই বয়বে নোনা সাগর
    সময়ে যারা খেলতে পারে -জলতরঙ্গের মতো
    তারাই তাপরশ্মি রবফ গলায় ক্ষতhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. সময়ে যারা খেলতে পারে -জলতরঙ্গের মতো
    তারাই তাপরশ্মি রবফ গলায় ক্ষত-

     

    * শুভ কামনা সুপ্রিয় কবি দা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।