সম্পর্ক
সম্পর্কগুলো বড্ড আজব
বড্ড গোলমেলে
খুব কাছের সম্পর্কগুলো;
বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন
রক্তের সম্পর্ক
অথচ স্বার্থে উনিশ বিশ
তো রক্তারক্তি, সম্পর্কে বিষ;
বন্ধু-বান্ধব?
ততক্ষণই মধু যতক্ষণ ট্যাঁকে টাকা
পকেট ফাঁকা?
প্রয়োজনে একবার ডেকে দেখই না
সব সম্পর্ক ফাঁকা;
প্রেমিক-প্রেমিকা?
সে আবার কি?
ততক্ষণ সম্পর্ক
যতক্ষণ শরীর যতক্ষণ স্বার্থ
নতুন শরীরের হাতছানি কিংবা টানাপোড়নে অর্থ
প্রেম তোমায় ছুটি
বিদায় সম্পর্ক;
স্বামী-স্ত্রী?
বড্ড জটিল সম্পর্ক,
সংসার? সে তো আরেক কাঠি বাড়া,
টিকে গেলো তো টেস্ট ম্যাচ
নয়তো টুয়েন্টি টুয়েন্টি,
বল আর ব্যাট ছাড়া;
আমি সম্পর্কের কথা বলছি
তোমরা কেন স্বার্থ খোঁজ।
স্বামী-স্ত্রী?
বড্ড জটিল সম্পর্ক,
সংসার? সে তো আরেক কাঠি বাড়া,
টিকে গেলো তো টেস্ট ম্যাচ
নয়তো টুয়েন্টি টুয়েন্টি,
বল আর ব্যাট ছাড়া;——চমৎকার প্রকাশ একধম বাস্তব
অসাধারন এক সত্যের কাব্য। বন্ধু ততোক্ষন পর্যন্ত ভালো ,যতোক্ষন দিতে পারবো, আর যখনই কিছু আশা করবো তখনই আমি স্বার্থপর।
আমি সম্পর্কের কথা বলছি
তোমরা কেন স্বার্থ খোঁজ
শুভেচ্ছা প্রিয় জীবন কবি।
শুভেচ্ছা প্রিয় নির্বাসনের মানুষ।
প্রেমিক-প্রেমিকা?
সে আবার কি?
ততক্ষণ সম্পর্ক
যতক্ষণ শরীর যতক্ষণ স্বার্থ
* অনেক জটিল সমীকরণ…