অমানিশার অন্তে
অমানিশা কেটে যাক
মানুষের ভোর হোক জাগতিক স্বপ্নে।
কথাহীনতার রেশটুকু ধরে
মেলে দিক ময়ূর পেখম ।
আজ এই নিঃশব্দ ভোরের মিছিলে
প্রান্তর থেকে ভেসে আসুক বিজয় সূচক হাসি।
পৃথিবীর সমস্ত কলুষ নিঃশেষিত হোক
তোমার ওই পদ্মসম করতলে,
আর জবাকুসুম পায়ের পাতায়।
তোমার ওই পবিত্র মুখ থেকে ধ্বনিত হোক
দন্তমঞ্জনী সুরলহরী ও যমুনার কলতান ।
নবজাগরণের রিক্ত প্রান্তরে পুনর্বার ডাকুক মত্ত দাদুরী।
বেশ লিখেছেন
অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু ।
আরেকটি মনোমুগ্ধকর লিখা উপহার দিয়েছেন প্রিয় বন্ধু। শুভ সকাল।
অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে কথা বলো বন্ধু ।
আজ এই নিঃশব্দ ভোরের মিছিলে
প্রান্তর থেকে ভেসে আসুক বিজয় সূচক হাসি।—————-
অনেক ধন্যবাদ ভাই ।
লেখাটি পড়ে মুগ্ধ হলাম দিদি ভাই।
শুনে বড্ড ভালো লাগল সোনা বোন ।
তোমার ওই পবিত্র মুখ থেকে ধ্বনিত হোক
দন্তমঞ্জনী সুরলহরী ও যমুনার কলতান ।
নবজাগরণের রিক্ত প্রান্তরে পুনর্বার ডাকুক মত্ত দাদুরী।
* অসাধারণ প্রকাশ…
শুনে মুগ্ধ হলাম বন্ধু অনেক ধন্যবাদ ।