অমানিশার অন্তে

অমানিশার অন্তে

অমানিশা কেটে যাক
মানুষের ভোর হোক জাগতিক স্বপ্নে।
কথাহীনতার রেশটুকু ধরে
মেলে দিক ময়ূর পেখম ।
আজ এই নিঃশব্দ ভোরের মিছিলে
প্রান্তর থেকে ভেসে আসুক বিজয় সূচক হাসি।
পৃথিবীর সমস্ত কলুষ নিঃশেষিত হোক
তোমার ওই পদ্মসম করতলে,
আর জবাকুসুম পায়ের পাতায়।

তোমার ওই পবিত্র মুখ থেকে ধ্বনিত হোক
দন্তমঞ্জনী সুরলহরী ও যমুনার কলতান ।
নবজাগরণের রিক্ত প্রান্তরে পুনর্বার ডাকুক মত্ত দাদুরী।

10 thoughts on “অমানিশার অন্তে

  1. আরেকটি মনোমুগ্ধকর লিখা উপহার দিয়েছেন প্রিয় বন্ধু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আজ এই নিঃশব্দ ভোরের মিছিলে
    প্রান্তর থেকে ভেসে আসুক বিজয় সূচক হাসি।—————-

  3. তোমার ওই পবিত্র মুখ থেকে ধ্বনিত হোক
    দন্তমঞ্জনী সুরলহরী ও যমুনার কলতান ।
    নবজাগরণের রিক্ত প্রান্তরে পুনর্বার ডাকুক মত্ত দাদুরী।

     

    * অসাধারণ প্রকাশ…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।