আপনি কি পবিত্র ঈদুল আযহায় পশু কুরবানি দিচ্ছেন?

এই পবিত্র ঈদুল আযহায় আপনি কি মহান সৃষ্টিকর্তার নামে কুরবানি দিচ্ছেন? যদি কুরবানি দেওয়ার জন্য লাখো টাকা দিয়ে একটি চতুষ্পদ প্রাণী কিনে থাকেন, তা হলে ধরে নিন; এই পশুটিই আপনার মনের ভেতরে থাকা অতি আদরের লালিত পালিত পশু। যখন ধারালো ছুরি দিয়ে পশুটিকে কুরবানি বা জবাই করা হবে, আপনি মনে করবেন মহান সৃষ্টিকর্তার নামে আপনি নিজের কুরবানি হয়ে যাচ্ছেন। তারপর কুরবানি দেওয়া পশুটির গোশত নিজ পরিবারের জন্য একবেলার সমপরিমাণ গোশত রেখে বাদবাকি গোশত সঠিকভাবে আপনার গরিব আত্মীয়স্বজন এবং সমাজের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিন। তা হলেই মনে হয় আপনার কুরবানি মহান সৃষ্টিকর্তার দরবারে কবুল হবে, আপনিও মহান সৃষ্টিকর্তার নামে নিজেই কুরবানি হয়ে গেলেন।

এটি কোনও পরামর্শ নয়, এটি আমার নিজের মনের ধরনা মাত্র। ভুলও হতে পারে! ভুল হলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন। পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ছবি ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “আপনি কি পবিত্র ঈদুল আযহায় পশু কুরবানি দিচ্ছেন?

  1. আত্ম সচেতন হোক সবাই। মনের পশুকে জবাই করাই হচ্ছে কোরবানীর মূল উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা আপনাকেও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা । আশা করি পরিবারের সবাইকে নিয়ে পবিত্র ঈদের আনন্দে মেতে উঠবেন। 

  2. গোশত সঠিকভাবে নিজেদের আত্মীয়স্বজন এবং সমাজের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে হবে। তাতেই তুষ্টি।

    1. মুসলিম সমাজের গরিব মানুষগুলি সারাবছর এই পবিত্র ঈদুল আযহার পশু কোরবানির দুই টুকরো গোশতের আশায় থাকে। তা থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয় বলে আমি মনে করি।

    1. সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ ।সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ।

  3. * ভালো লিখেছেন সুপ্রিয়।

    ঈদের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. আপনাকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা। আশা করি পরিবারের সবাইকে নিয়ে পবিত্র ঈদের অনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।