নিজকিয়া

নিজকিয়া

একটা নয়, দুটো নয়, একমাত্র নিজের মন, তার কাছেও হাঁটুগেড়ে বসি না। বাসি, ইচ্ছে বাসি, যখন তখন ১৮০° ঘুরে ফিরে। আমার সকাল জানেনা আমার বিকেল কোথায় হবে, কেনই বা হবে! আদৌ সেদিন বিকেল হবে কি না, বানভাসিরা জানেনা।

ভাবতে বসলে, কি ছাড় আমি! অনুর অনু, পরমানুর পরমানু! আধ্যাত্মের নিকুচি করেছে, গ্যালাক্সির ওই বড় বড় চক্রের মাঝে এই চক্রবর্তী একটা আনুবীক্ষণিক পরমানুকৃতির পুঁচকে। অথচ অহঙ্কার দেখ, টগবগ করছে জ্যান্তব কড়ায় ফটফটে দুধের মতো। নিজেকেই পাড়ি, ছিঁড়ে ফর্দাফাই করে মাখি, গুলি, ছাঁকি। তারপর, জঙ্গল প্রান্তের ব্যর্থ জনের মাঠকুটিরে উবু হয়ে বসে রেঁধে ফেলে হাপুস হুপুস করে খেয়ে ফেলি, সেই নিজেকেই।

জীবন রে! নিজের ঢাকের কাঠি নিজে বাজাতে নেই। তাল কাটলে তেতালায় জীবন ভেংচি কেটে বগল বাজিয়ে নাচ জুড়বে ধিনকা ধিনা ফিনিক তিনা…!

মাঝেমধ্যে নিজের মুখ অচেনা লাগে। নিজেকে বিশাল ভণ্ড আর ছ্যাচোর মনে হয়। মনে হয় ভীষণ ভীষণ অযোগ্য হওয়া সত্ত্বেও অন্যের ভাগ চুরি করে কত কিছু সম্পত্তি বাড়িয়েছি! যা পেয়েছি, তার সব হয়তো সত্যিই আমার প্রাপ্য ছিল না। রাহাজানির ওস্তাগড় সৌমিত্তির একখান মুখোশ পড়ে ক্রমাগত ঠকিয়েই চলেছে।

মাঠ থাকে, বড় বড় লম্বা এক্সপ্রেসওয়ে ছুটতে ছুটতে পেছনে চলে যায়, রাস্তার ধারের গ্রাম্য পুকুর থেকে সদ্য স্নান করে উঠে আসে উন্মুক্ত বুক গ্রামীণ রমনী, একমনে ঘাস খেয়ে চলে আগামীকালের জন্য বরাদ্দ কসাইয়ের ছাগল, আর চক্কোরবরতি হাঁটে। কোথাও একমুখ দাড়ি নিয়ে নিজের আনন্দেই গান গেয়ে ওঠে আখড়া ছেড়ে বেরিয়ে আসা বাউল, “মনের যে জন্ম নেই, মরণও নেই, তবু মন মরিস কেন বারেবার …”! চোখ বেয়ে আপনি জলের ফোঁটা বেরিয়ে লাল ধূলোর মাটিতে প্রথম ভাদ্রের টিপির টিপিরে মিশে যায়।

“মন তুই এমন জড়াস, তবুও তোকে চিনলাম না…”

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

24 thoughts on “নিজকিয়া

  1. “মন তুই এমন জড়াস, তবুও তোকে চিনলাম না…” ___ বাউলের কথায় আত্মিক মিশ্রণ। ঈদ মোবারক প্রিয় কবি সৌমিত্র। ভালো থাকা চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. খুব অনবদ্য এক সৃষ্টি। ভালো লাগায় মন ভরেছে।

     

    1. বিশেষ ধন্যবাদ লেখক কাজী রাশেদ।

  3. Shuvo sokal Sowmittrada ,pore valo laglo, Nijeke jana sobar dorkar, Samaj songshar jodi apnar moto vabe prithbita shorgo hoe jabe,.

    ..shuvo kamona ononto…..

    1. ভালোবাসা কবি বোন ছন্দ হিন্দোল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. "জীবন রে! নিজের ঢাকের কাঠি নিজে বাজাতে নেই। তাল কাটলে তেতালায় জীবন ভেংচি কেটে বগল বাজিয়ে নাচ জুড়বে ধিনকা ধিনা ফিনিক তিনা…!"

    আমরা ক'জন বুঝি?  নিজের ঢাক পেটাতে মরিয়া হয়ে উঠেছি যেনো। সুন্দর নিজকিয়া সৌমিত্র দা'।  

    1. ভালোবাসাময় কৃতজ্ঞতা কবি বোন রুকশানা হক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. ভালো লাগলো নিজকিয়া কবি সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. সুন্দর ভাব প্রকাশ,আবেগের পরিমান কম হলেও ভালোই লেগেছে। আরেকটু আবেগ ঢালাও করুন না মশাই।

  7. মন দেখা যায় না ছোঁয়া যায় না তবে উপলব্ধি করা যায়।

     

    1. মহাসত্য মাহমুদুর রহমান ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. মন দেখা যায় না ছোঁয়া যায় না; তবে উপলব্ধি করা যায়।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।