তুমি ও আমি
তখন তোমার কেউ ছিলো না
আমিও ছিলাম একা।
হঠাৎ করে পথের বাঁকে
তোমার আমার দেখা।
তোমার দুহাত ঋদ্ধ এখন
আমিও পরিপূর্ণ,
তোমার আকাশ ঝকঝকে নীল
আমার আকাশ শূন্য।
তোমার এখন ঝলমলে রোদ
আমার শ্রাবণ চোখ
যুদ্ধে আমি পরাজিত
তবু তোমার ভালো হোক।
আমার এ পথ কণ্টক ময়
তোমার পথ হোক শুদ্ধ।
আমার জীবন ইতিহাসে
শুধু রক্তবিহীন যুদ্ধ।।
‘তোমার দুহাত ঋদ্ধ এখন আমিও পরিপূর্ণ,
তোমার আকাশ ঝকঝকে নীল আমার আকাশ শূন্য।’
___ এই ই হচ্ছি তুমি ও আমি। … সুন্দর লিখা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
শুভ সকাল .. শুভেচ্ছা অফুরান বন্ধু
Se ek boba kanna somajer oli golite.jibon shukhomoy ei kamona didi
শুভেচ্ছা প্রিয় কবি দি।
তোমার এখন ঝলমলে রোদ
আমার শ্রাবণ চোখ
যুদ্ধে আমি পরাজিত
তবুও তোমার ভালো হোক।
চমৎকার কাব্য …
শুভেচ্ছা প্রিয় কবি শান্ত দা।
বাহ্ বাহ্….
আলাদা করে কিছুই বলার নাই। মুগ্ধতা রইল।
শুভেচ্ছা প্রিয় কবি ফেনা দা।
বাহ্ ! ছন্দে ছন্দে গাঁথলে জীবন গাঁথা
"আমার এ পথ কণ্টক ময়
তোমার পথ হোক শুদ্ধ।
আমার জীবন ইতিহাসে
শুধু রক্তবিহীন যুদ্ধ।।"
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
অনবদ্য ছন্দে বিরহের কাব্য।
সুন্দর প্রকাশ।
শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা প্রিয় কবি সৌমেন দা।
কাল ফেসবুকে পড়েছি। মানুষ আসলে নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন, তাই ভয় পায় বেশি। অনুকূল পরিবেশেও, নার্ভাসনেসের সানগ্লাস, হতাশাবাদ দেখায়। সেটাই আমাদের একমাত্র সমস্যা।
বাংলা ভাষা ও সাহিত্যের জয় হোক। রিয়া দেবীর জয় হোক




শুভেচ্ছা প্রিয় আসিফ দা।
অভিনন্দন কবি রিয়া রিয়া।
শুভেচ্ছা প্রিয় কবি সুমন দা।
মিষ্টি কবিতা কবি রিয়া দি।
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
অভিনন্দন কবি রিয়া।
শুভেচ্ছা প্রিয় কবি দি।
সুন্দর।
ধন্যবাদ দাদা।
খাবারের ঘরে বসে কেউ এমন কবিতা কিভাবে লিখে? ভাবা যায়? এতো অগ্নিঝরা আবেগ কেন ঝরছে কবিতায়? আমি তো খাবারের ঘরে বসে শুধুু খাবার নিয়েই ভাবি। কবিরা যে কোন জায়গায় কবিতা লিখতে পারে আবারো প্রমাণিত।
মন্তব্যে খুশি হলাম কবি দাদা।
হৃদয় বিদারক কবিতা।
একদম। তারপরও শুভেচ্ছা প্রিয় কবি দা।