বারটি বছর পরে

আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে,
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।

যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।

এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডাকে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
জানো না তো হায় তুমি রয়েছ তেমনি হৃদয়ের গহীনে
সাঁঝের আলো হয়ে, বল না তুমি এত দিন কোথায় ছিলে?

14 thoughts on “বারটি বছর পরে

  1. রোম্যান্টিক এমন কবিতা আমাকে অনেকটা পেছনে নিয়ে যায় বন্ধু। কিছু করার নাই। :(

  2. যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
    আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।——সুন্দর কবি দা

  3.  আমাদের মানব জীবনে প্রায় প্রত্যেকেরই জীবনে কোনও না কোনও সময় এক

    কঠিন ঝড় আসে, করে দেয় সব এলোমেলো, হয়তোবা তেমন এক ঝড়ে হারিয়েছেন আপনার প্রিয়তমাকে যাকে আজো খুঁজে ফিরছেন শিউলি তলে অথবা পেচাঁর ডাকে।

    বেশ ভালো লেগেছে কবিতার থীম।

    শুভেচ্ছা প্রিয় খালিদ উমর ভাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

  4. জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
    গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।

     

    * তারুণ্যের কবি, শুভ কামনা অশেষ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।