এখন ভয় নাই

এখন ভয় নাই

সুরা পাত্র ভরেছে হেমলকের বিষে
যারা আমাকে ঘৃণা করেছে,
নিঃশেষের ধ্বংসে ঠেলে দিয়েছে,
তাদের মন ভরেছে সীমাহীন হরষে;
তৃপ্তির আবেশে!…
তাদের জন্য আরেক টি সু সংবাদ!
গত কাল রাতে কবিতার হাতে
তুলে দিয়েছি আমার অবশিষ্ট পোড়া মন;
এখন ভয় নাই-
হারাবার নেই কিছু
যদিও জানি সর্বগ্রাসী দুশমন ,
ছাড়েনি আমার পিছু!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “এখন ভয় নাই

  1. হারানোয় যারা ভয় করেন; তারা অনেক কিছু থেকে পিছিয়ে থাকেন। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুরা পাত্র ভরেছে হেমলকের বিষে
    যারা আমাকে ঘৃণা করেছে,
    নিঃশেষের ধ্বংসে ঠেলে দিয়েছে,——–অনবদ্য প্রকাশ কবি দা 

  3. গত কাল রাতে কবিতার হাতে
    তুলে দিয়েছি আমার অবশিষ্ট পোড়া মন;

     

    * অনেক সুন্দর ভাবকল্পনা, ভাষাচিত্রের অপূর্ব ব্যবহার… 

    ভালো থাকুন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।