বিষাদ নূপুর

আকাশের ঘনঘটা দেখে বাজে
কার বুকে এমন করুন সুর?
চাঁদের হাসি মুছে গিয়ে
জোছনা হলো কেন দূর?

কলঙ্ক সাগরে ডুবে কে অবেলায়
রেখেছে বেধে অন্তঃপুরে বেদনা হৃদয় ভেলায়
আঁধার ঘনালে মেঘে ঢেকে
বিরহ ভোল ডাকে যেন ময়ূর।

নিশি ঝড় থামলে পরে বনের ধারে
জেগে থাকে না কেহ মৌন বিরহ পাড়ে
ছিন্ন সুতায় বাঁধা জীর্ণ বসন্ত
ভেঙ্গেছে কার এই স্বপন মধুর।

6 thoughts on “বিষাদ নূপুর

  1. এমন গীতিকাব্য সবকালেই চিরসবুজ প্রিয় বন্ধু। অভিনন্দন এবং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ছিন্ন সুতায় বাঁধা জীর্ণ বসন্ত। তারপরও তো বসন্ত কবি দা। আমার ভালই লাগে। :)

  3. আঁধার ঘনালে মেঘে ঢেকে
    বিরহ ভোল ডাকে যেন ময়ূর।

     

    * মুগ্ধ, প্রিয় কবি বন্ধু…  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।