আকাশ কুসুম

আকাশ কুসুম

#১
তারা দিদি কপালে তারা এঁকে দেয়ালা করেন
চিরকালের হাতা খুন্তিকে কান মুলে মাইক্রোওয়েভে ফেলে দেন
আগুন ধরে যায় মেটাল আর ইলেক্ট্রোম্যাগনেটিক
তাঁর নাদা পেট এখানে গাদা না খেলে কবিতার অর্গ্যাজম হয় না
সেই কবে থেকে ভুনা খিচুড়ি বানান, সেটা উগরে আবার খান

#২
ওদিকে কোজাগরী রাতে কান মুলে রাত থেকে দিন কেনা হয়
তার কারণ গবেষণা করলে দেখা যাবে সূর্যদেব সদা জাগ্রত
নিজেরই তেজে আর রোগে গা হাত পা থেকে ছাল উঠে যাচ্ছে
পুরোনো ছবি দিয়ে কাজ চলছে, একই জিনিস যেন চিরতার জল
তবু বলবে না বুদ্ধদেবের বংশধর যে আর পারছি না।

8 thoughts on “আকাশ কুসুম

  1. স্বতন্ত্র ঘরানার লিখা উপস্থাপনে আপনার জুড়ি খুব কম আছে। অভিনন্দন দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ সুন্দর লেখা,ভালো লাগা রইলো,,

    শুভেচ্ছা জানবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।