জলপানের স্বার্থে
খুব একা নয় যতটা ভেবেছ তুমি
ঘরে একটা মানুষ লেপটে থাকে
অবসরপ্রাপ্ত সৈনিক কর্মবীর।
চাইলেই হাজারো ভীড়ে মিশে যাওয়া যায়
কিন্তু কবিমন একা চিন্তায় মগ্ন থাকতে বেশি চায়।
মানুষেরা আগে এখানে যেন আঁকড়ে থাকত ভালোবেসে
তোমার আর তোমার পিতামহের করুণায় তারা হল পৃথক।
মৃত্যু সন্নিধানে ভেবো পরজন্ম যদি থাকে
কখনো মানুষের মাঝে হেসেখেলে থাকা মানুষকে
এত একা করে দিও না নিজের জলপানের স্বার্থে।
অসাধারণ কবিতা দিদি ভাই।
চমৎকার কবিতা
চমৎকার কবিতা প্রিয় কবি বন্ধু। অভিনন্দন জানবেন।
কবিতাটি পড়তে ভালো লাগলো বোন।
চাইলেই হাজারো ভীড়ে মিশে যাওয়া যায়
কিন্তু কবিমন একা চিন্তায় মগ্ন থাকতে বেশি চায়।
* অসাধারণ…
কখনো মানুষের মাঝে হেসেখেলে থাকা মানুষকে
এত একা করে দিও না নিজের জলপানের স্বার্থে ……/লাইন দুটিতে অনেক অর্থ লুকিয়ে আছে!