পশম ও পুষ্পের গান

পশম ও পুষ্পের গান

আমি চিরকাল লিখে যেতে চাই পশম ও পুষ্পের গান
কালো কোন আকাশ পেলে
বদলে দেব সূর্যের আদল আর
বেদনার মুখাবয়বে ডুবে থাকা রোদের অসুখ-
সুখ দেব বলে কোন প্রতিজ্ঞা না করেই ঢেউগুলোকে দেবো
সমুদ্রের সোনালি সোহাগ ….

দেবো আরও অনেক কিছুই। পাতার পতন দেখে যে দুপুর
কেঁদেছিল নীরবে, আমি তার পাশে বসে
শোনাবো চন্দন বিন্দুর গল্প।মোহরের মহিমাগুলো
কারো হাতে না দিয়েই ভাসিয়ে দেবো জলে।

যে ধ্বংস আমাকে দিয়েছে বৈভব,
আমি তার সম্পূরক হয়েই গানে দেবো সুর।
যে সুর অমধুর ধ্বনি হয়ে ছড়িয়ে পড়বে
বিষাদমাখা বিকেলের গাঁয়ে।

5 thoughts on “পশম ও পুষ্পের গান

  1. যে সুর অমধুর ধ্বনি হয়ে ছড়িয়ে পড়বে
    বিষাদমাখা বিকেলের গাঁয়ে।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।