ইস্পাত কঠিন প্রতিজ্ঞা অলভ্য জয়ের
অমাবস্যা ঘুচিয়েছি বহু আগে তোমার হৃদয়ের।
অন্ধকার আত্মার পুজাও সাঙ্গ হয়েছে নিমিষে
কোলাহল দিগন্ত রেখায় সপ্তবর্ণা চারি দিকে।
ঝিমিয়ে পড়া শতবর্ষীয় অশ্বথ গাছ নিঝুম দ্বীপের
মেলেছে ডানা; জোনাকির আলোয় সমুজ্জ্বল চারিধার।
কথার বানে তোমার মরা গাঙে এবার জোয়ার আনার পালা
আছে থরে বিথরে হৃদয়ের আঙিনায় পসরা।
জানালা খুঁজে পায়না মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলতে
গুমরে মরে যাচিত ভাষা; অযাচিতের মন্দিরেতে।
প্রকৃতি হাত ছানি দেয় সুন্দরের তপস্যায়
হিমালয় পানে ছুটে যাই; উদারতার আরাধনায়।
বহুকাল ধরে হৃদয়ে জ্বালিয়েছি মশাল স্বপ্নের
সে আলোয় রাঙাব তোমায়; হবো স্বপ্নে বিভোর।
অমাবস্যা ঘুচিয়েছি বহু আগে তোমার হৃদয়ের। দারুণ কথা প্রিয় কবি দা।
* সুপ্রিয় কবি দি, কৃতজ্ঞতা অশেষ…
ভালো থাকুন নিরন্তর।
কোট করার ইচ্ছে সংবরণ করতে পারলাম না স্যার। ছোট্ট শব্দ … অভিনন্দন।
* সুপ্রিয়, কৃতজ্ঞতা অশেষ…
গুমরে মরে যাচিত ভাষা; অযাচিতের মন্দিরেতে – চমৎকার
* ধন্যবাদ প্রিয়…
বহুকাল ধরে হৃদয়ে জ্বালিয়েছি মশাল স্বপ্নের
সে আলোয় রাঙাব তোমায়; হবো স্বপ্নে বিভোর
* সুপ্রিয় কবি ইলহাম ভাই, অনেক অনেক ধন্যবাদ…
মুগ্ধ হলাম কবি ভাই।
* ধন্যবাদ সুপ্রিয় কবি…
“ঝিমিয়ে পড়া শতবর্ষীয় অশ্বথ গাছ নিঝুম দ্বীপের
মেলেছে ডানা; জোনাকির আলোয় সমুজ্জ্বল চারিধার।
কথার বানে তোমার মরা গাঙে এবার জোয়ার আনার পালা
আছে থরে বিথরে হৃদয়ের আঙিনায় পসরা”
মুগ্ধ হয়ে পড়লাম।
* ধন্যবাদ সুপ্রিয়…
মুগ্ধতা একরাশ প্রিয় কবি
* ধন্যবাদ সুপ্রিয়…