শহুরে


জরায়ু হতে ছিটকে পড়া
ভিন্ন ভিন্ন মানুষগুলো এ শহরে
দল বেধে ছুটতে থাকে শৃঙ্খলিত হাতকড়ার চাবির খোঁজে।

যোজন যোজন দুরের প্রকৃতিপথ ছাড়িয়ে
কিছু মানুষ বসতি জমায় ব্যস্ত শহুরে আত্মায়।
যদিও কোন পথে সূর্য অস্তনমিত হয় তার খবর কেউ রাখেনা,
তবুও এ শহরেও সুর্যস্নানের সপ্ন দেখে কতিপয় দম্পতিগন।

হাপিয়ে ওঠা মানুষগুলো ঘৃনা নিয়ে শহরের গণ্ডি পেরুতেই চুম্বকের ন্যায় ফিরে আসে শহুরে টানে।

সীমানার বাইরে কেউ জানুক কিংবা না,
তারা জানে
অতিমাত্রায় ব্যস্ত কর্পোরেট এ শহরের
একটি নির্লজ্জ ঘ্রান আছে।

14 thoughts on “শহুরে

  1. সীমানার বাইরে কেউ জানুক কিংবা না,
    তারা জানে
    অতিমাত্রায় ব্যস্ত কর্পোরেট এ শহরের
    একটি নির্লজ্জ ঘ্রান আছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  

    অতিমাত্রায় ব্যস্ত কর্পোরেট এ শহরের
    একটি নির্লজ্জ ঘ্রান আছে। 
     শেষ ২ লাইন চমৎকার 

  3. সীমানার বাইরে কেউ জানুক কিংবা না,
    তারা জানে
    অতিমাত্রায় ব্যস্ত কর্পোরেট এ শহরের
    একটি নির্লজ্জ ঘ্রান আছে।

     

    * ভাবের গভীরতায় মুগ্ধ কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. আসলেই ঠিক বলেছেন প্রিয় কবি মি. নিশাদ। 'হাঁপিয়ে ওঠা মানুষগুলো ঘৃণা নিয়ে শহরের গণ্ডি পেরুতেই … চুম্বকের ন্যায় ফিরে আসে শহুরে টানে।' দারুণ উচ্চারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. সুন্দর লেখায় শুভেচ্ছা রেখে গেলাম কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার কবিতাও আমার অনেক ভাললাগে প্রিয় শাকিলা আপা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।