শরতের মেঘ নীল আকাশটাকেও মলিন মনে হয়,
চৈত্রের শেষ বিকেলের আরক্ত আকাশের কাছে।
মধ্য বর্ষায় হঠাৎ রংধনু দেখলে যে আনন্দ আসে
তাও বিষাদে ছেয়ে যায় একাকীত্বের বন্দী দেয়ালে।
উচ্চ মাধ্যমিকের যেদিন শেষ পরীক্ষাটা হলো
সেদিন থেকেই কিভাবে যেন দূরত্বের শুরু।
ফলাফলের তিন মাস শুধু শূন্যতার হাহাকার,
প্রতি সন্ধ্যায় রাতটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হতো
আর সকালটাকে আলোকিত দীর্ঘ অবসাদ।
এভাবেই মানুষের অন্তহীন পথে ছুটে চলা,
এভাবেই নিসংগতার আগুনে নীরবে জ্বলা।
মানুষ বলেই আমরা জানি
প্রতীক্ষা আর অপেক্ষার
মাঝে পার্থক্য কী,
মানুষ বলেই আমরা জানি
কীভাবে কাটে নিরঞ্জনের
বিপাশা বিহীন দিন গুলি।
সুন্দর ধারাবাহিক কবিতা।
ধন্যবাদ দিদি
শরতের নীল আকাশ থাক মেঘ মুক্ত। আর প্রতীক্ষা আর অপেক্ষায় দূর হোক পার্থক্য।
হুম, ধন্যবাদ মুরুব্বী
কবিতাটি পড়তে পড়তে ভাবছিলাম নিরঞ্জন আর বিপাশা কখন আসবে।
অবশেষে এলো কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।
শুভকামনা প্রিয় কবি মিঃ রোমেল আজিজ




বিপাশার জন্য…?
মানুষ বলেই আমরা জানি
প্রতীক্ষা আর অপেক্ষার
মাঝে পার্থক্য কী,
*


মানুষ বলেই আমরা জানি
কীভাবে কাটে নিরঞ্জনের
বিপাশা বিহীন দিন গুলি।—-সুন্দর ভাবনার প্রকাশ কবি দা
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ
মানুষ বলেই আমরা অনেক কিছু জানি- অনেক কিছু বুঝতে পারি।
কবিতা লিখতে ও পড়তে জানি। '
শুভেচ্ছা কবি
ধন্যবাদ
চমৎকার।
শুভেচ্ছা রইলো
আপনার লিখা আমার ভালো লাগে কবি ভাই।
শুকরিয়া দাদা