গাছকে ভালবাসি —
গাছের কাছে আসি
পাতায় রেখে পরশ –
সবুজ রঙে হাসি।
গাছের শাখায় উঠি-
ফুলের হাসি লুটি
ঘ্রাণের মায়া মেখে-
প্রাণের হাওয়া খুটি।
গাছের ছায়া মাখি-
গাছের ছবি আঁকি
গাছের ঘরে আছে-
আমার পরাণপাখি।
গাছের তলে বসি-
হৃদয় গাছে ঘষি
শিকড় ছুঁয়ে ছুঁয়ে-
স্বীকার করি দোষই।
আদর্শ ছড়া প্রিয় ছড়াকার মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ দাদা
সুন্দর।
ধন্যবাদ
অসাধারণ ছড়া প্রিয় কবি মিঃ শংকর দেবনাথ




ধন্যবাদ










গাছের ছায়া মাখি-
গাছের ছবি আঁকি
গাছের ঘরে আছে-
আমার পরাণপাখি।
* অপূর্ব…
ধন্যবাদ।








বেশ ছন্দময় অনেক ভাল লাগল কবি দা
ধন্যবাদ।

বহ!!
ছন্দে ছন্দে গাছে আনন্দে
ধন্যবাদ
শিকড় ছুঁয়ে ছুঁয়ে-
স্বীকার করি দোষই চমৎকার
ধন্যবাদ
শুভেচ্ছা শংকর দা।
ধন্যবাদ দিদিভাই