পথ কখনো সরল রেখার মতো চলে না,
সরলরেখার মত চললে নিরঞ্জন বিপাশার
আর না বলা কোন কথা থাকতো না।
শীত গ্রীষ্ম বর্ষার দিনগুলো
তাই কেটে যেতো নিমিষেই।
এক শিউলী ঝরা হিমের সকালে
জিজ্ঞেস করেছিলাম –
“চাইলেই যদি পাওয়া যেতো
সেই পাওয়ার তো কোন মূল্য নেই,
বিপাশা নামক অনিশ্চয়তার পেছনে
আর কত ছুটবি তুই নিরঞ্জন? ”
সদা গম্ভীর নিরঞ্জন,
ঠোঁটের কোণে ঈষৎ হাসি
রেখে দিয়ে শুধু বললো –
“অনিশ্চয়তার কারনেই
জীবন এতো কঠিন,
অনিশ্চয়তার কারনেই
জীবন এতো সুন্দর …”
নিরঞ্জন চরিত্রটি পাঠক হিসেবে মনের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে যে, আপনার অন্যসব কবিতায় গিয়ে আপনাকে ঠিক চিনতে পারি না। সমস্যাটি আমার বেলায়।

শুভ সন্ধ্যা মি. রোমেল আজিজ।
এমন হলে আমার সামনে তো আনেক বিপদ, নিরঞ্জনেরা যে হারিয়ে যায় বারেবার……………
এই ধারাবাহিকটি আমার ভীষণ পছন্দ। অভিনন্দন কবি দা।
ধন্যবাদ দিদি নিরঞ্জনের সাথে থাকার জন্য…………
পথ কখনও সরল পথে চলে না। ঠিক বলেছেন কবি আজিজ ভাই।
কিন্তু পথকে যে সরল করে নিয়েই চলতে হয়…………