নিরঞ্জনের না বলা কথা – ২৪

পথ কখনো সরল রেখার মতো চলে না,
সরলরেখার মত চললে নিরঞ্জন বিপাশার
আর না বলা কোন কথা থাকতো না।

শীত গ্রীষ্ম বর্ষার দিনগুলো
তাই কেটে যেতো নিমিষেই।
এক শিউলী ঝরা হিমের সকালে
জিজ্ঞেস করেছিলাম –
“চাইলেই যদি পাওয়া যেতো
সেই পাওয়ার তো কোন মূল্য নেই,
বিপাশা নামক অনিশ্চয়তার পেছনে
আর কত ছুটবি তুই নিরঞ্জন? ”

সদা গম্ভীর নিরঞ্জন,
ঠোঁটের কোণে ঈষৎ হাসি
রেখে দিয়ে শুধু বললো –
“অনিশ্চয়তার কারনেই
জীবন এতো কঠিন,
অনিশ্চয়তার কারনেই
জীবন এতো সুন্দর …”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

6 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২৪

  1. নিরঞ্জন চরিত্রটি পাঠক হিসেবে মনের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে যে, আপনার অন্যসব কবিতায় গিয়ে আপনাকে ঠিক চিনতে পারি না। সমস্যাটি আমার বেলায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif
    শুভ সন্ধ্যা মি. রোমেল আজিজ। :)

    1. এমন হলে আমার সামনে তো আনেক বিপদ, নিরঞ্জনেরা যে হারিয়ে যায় বারেবার……………

  2. এই ধারাবাহিকটি আমার ভীষণ পছন্দ। অভিনন্দন কবি দা।

  3. পথ কখনও সরল পথে চলে না। ঠিক বলেছেন কবি আজিজ ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।