আততায়ীর তপ্ত বুলেট
মেহেদী রাঙ্গা না হলেও,
রঙ যে হারায় লোহিতে।
কামারের হাপড়ের মত
আচমকা থামে হৃদকম্পন।
অশ্রুসজল চোখে ভাসে
চক, ড্রাস্টার, ব্ল্যাকবোর্ড;
পুকুর ভর্তি স্বচ্ছ জল।
চিনচিনে তীব্র ব্যাথা
মস্তিষ্কে বার্তা পাঠায়,
সময় হয়েছে তোর।
এইতো সেদিনও তুই ছিলি
হাসিমুখে থাকা নোংরা মিথ্যুক,
আজকেও কী তুই তা ছিলি না!
শুভ্র পোষাক গায়ে জড়ালে তো
মনের কদর্যতা যায় না ঢাকা।
লাল সাদা কণিকা গুলোরও
এবার সময় হয়েছে বিশ্রামের;
পুকুর ভর্তি স্বচ্ছ জল
চক, ড্রাস্টার, ব্ল্যাকবোর্ড,
ব্ল্যাকবোর্ড, চক, ড্রাস্টার…..