নিরঞ্জনের না বলা কথা – ২৮

উদ্বাস্তু মেঘগুলো যখন
উত্তর দক্ষিণ ছুটে চলে,
সেদিন আর বৃষ্টি হয় না।

এমনই এক গুমোট গরম লাগা বিকেলে,
উড়ন্ত মেঘের অদৃশ্য পথ দেখতে ছিলাম।
পাশে বয়ে যাওয়া নদীর
ঢেউয়ের শব্দ ছাপিয়ে
চিরচেনা সেই কণ্ঠস্বর।

-এই দিকটায় অনেক দিন
আসা হয় না, তাই না অরুণ?

-ঈষৎ চমকে, শুধু বললাম,
জীবন কি সবসময় এক পথে ছুটে?

– কি বুঝাতে চাচ্ছিস তুই?

-সময়ের সাথে সব পথই পাল্টায়,
বিপাশার পথ পাল্টানো,
সে তো সময়ের অপেক্ষা।

আনমনা নিরঞ্জন কিছুক্ষণ
চুপ থেকে, শুধু বললো–
“সব পথই যদি পথ পাল্টাতো,
নদী সবসময় সমুদ্রে ছুটতো না,
সমুদ্রও নদীর পথে ছুটতো।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

4 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২৮

  1. কবিতায় এমন ব্যক্তিগত অথচ সমষ্টির সঙ্গে ঐকতানের সুর থাকলে ভালো লাগে।

     

  2. সুন্দর কবিতা কবি রোমেল ভাই। ইদানিং আপনাকে খুব কম দেখতে পাচ্ছি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।