উদ্বাস্তু মেঘগুলো যখন
উত্তর দক্ষিণ ছুটে চলে,
সেদিন আর বৃষ্টি হয় না।
এমনই এক গুমোট গরম লাগা বিকেলে,
উড়ন্ত মেঘের অদৃশ্য পথ দেখতে ছিলাম।
পাশে বয়ে যাওয়া নদীর
ঢেউয়ের শব্দ ছাপিয়ে
চিরচেনা সেই কণ্ঠস্বর।
-এই দিকটায় অনেক দিন
আসা হয় না, তাই না অরুণ?
-ঈষৎ চমকে, শুধু বললাম,
জীবন কি সবসময় এক পথে ছুটে?
– কি বুঝাতে চাচ্ছিস তুই?
-সময়ের সাথে সব পথই পাল্টায়,
বিপাশার পথ পাল্টানো,
সে তো সময়ের অপেক্ষা।
আনমনা নিরঞ্জন কিছুক্ষণ
চুপ থেকে, শুধু বললো–
“সব পথই যদি পথ পাল্টাতো,
নদী সবসময় সমুদ্রে ছুটতো না,
সমুদ্রও নদীর পথে ছুটতো।”
অনেক অনেক শুভেচ্ছা কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
কবিতায় এমন ব্যক্তিগত অথচ সমষ্টির সঙ্গে ঐকতানের সুর থাকলে ভালো লাগে।
সুন্দর কবিতা কবি রোমেল ভাই। ইদানিং আপনাকে খুব কম দেখতে পাচ্ছি।
নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য প্রিয় কবি দা।