নিজকিয়া
সেই বাড়ীর সন্ধান দিতে পারো!
সেই নির্বাক গাছের!
মৃত্যুও যেখানে ভয় পেয়ে থমকে দাঁড়ায়
শুধু প্রেম দুলে যায়
কিনারা থেকে অতলস্পর্শী খাদের ছায়ায়।
সেই মনপ্রীত খুঁজে দিতে পার
যেখানে কুয়াশা জড়ায় নৈশ আদরে!
নিজকিয়া
সেই বাড়ীর সন্ধান দিতে পারো!
সেই নির্বাক গাছের!
মৃত্যুও যেখানে ভয় পেয়ে থমকে দাঁড়ায়
শুধু প্রেম দুলে যায়
কিনারা থেকে অতলস্পর্শী খাদের ছায়ায়।
সেই মনপ্রীত খুঁজে দিতে পার
যেখানে কুয়াশা জড়ায় নৈশ আদরে!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার গাম্ভীর্য মনে মুগ্ধতা এনে দিলো। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থেকো সুস্থ্য থেকো।
কাব্য বেশ প্রেরণা পেলাম কবি দা
অনেক শুভ কামনা রইল———
ধন্যবাদ কবি লিটন ভাই।
ভালো কবিতা।
সম্মানিত বোধ করলাম বাসু দেব।
যেখানে কুয়াশা জড়ায় নৈশ আদরে ! কবিতায় চমৎকার প্রকাশ কবি দাদা।
ধন্যবাদ বোন হাসনাহেনা রানু।