শরৎ বৃষ্টিতে
রিমঝিম এই শরতের ঘোর দিনে
কারে যে মনে পড়ে একেলা ক্ষণে
পথের দিকে চেয়ে।
ঊষার পাতে শিশির জল মেখে
বেণুবন ঐ ভিজিয়ে তরুলতা
ভাসায় সবুজ গাঁ।
প্রিয়া তোমায় ভেবে একেলা ঘরে
বৃষ্টির সুরে মন কাঁদিয়া ওঠে
নিরব নিথর দিনে।
এমনো দিনে থাকো কেন যে দূরে ?
ফিরে আসো না জলের স্রোতে ভেসে
ঝরা পাতার সুরে।
এই যে মধুর বৃষ্টির দিন শেষে
পথের পানে চেয়ে থেকে থেকে যে
একেলা ফিরে যায়।
তুমি বিহনে একা থাকা ভীষণ দায়,
শরৎ দিনে জুঁই, কামিনী ফুলে
সে কথাই যায় বলে।
31/08/15 পরিমার্জিত
চমৎকার হয়েছে কবি দা।
কৃতজ্ঞতা জানবেন♥
শরৎ কাল জীবনের অনেক স্মৃতিই জাগিয়ে দিয়ে যায়। সহস্র শুভেচ্ছা প্রিয় কবি।
সহস্র শ্রদ্ধা জানবেন স্যার♥
সারল্যে ভরা লেখা।
অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয়
সুন্দর।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,,
তুমি বিহনে একা থাকা ভীষণ দায়,
শরৎ দিনে জুঁই, কামিনী ফুলে
সে কথাই যায় বলে।
* সুন্দর প্রকাশ…
অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন প্রিয়♥
নিরন্তর কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ♥♥
বেশ লাগল কবি।
অশেষ শ্রদ্ধা জানবেন প্রিয়♥
বাহ ছন্দময় কবি
অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় ♥