আমি যা চাই …

তোমাদের বাক্সবন্দী স্বাধীনতা আমি চাইনা
আমি শুধু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে চাই,
যে হাওয়ায় ভেসে বেড়াবে না বারুদের গন্ধ
অাবার; পঁচা লাশের গন্ধও নাকে লাগবেনা।

অবচেতন মনের চেতনাবাদ আমার চাইনা
আমিতো শুধুই আমার আগামী ফেরত চাই,
অনেক হয়েছে এবার এ ব্যবসা বন্ধ করো
বিশ্বাস করো ধোঁকাবাজি আর সহ্য হয়না।

নীতিহীনদের নীতিকথা আর শুনতে চাইনা
ওদের গালগল্প, ভন্ডামি আর কত সইবো ?
আমিতো শুধুই দুর্নীতিমুক্ত এক সমাজ চাই,
নীতি আদর্শহীন ভাবে আমি বাঁচতে চাইনা।

আমি বাক প্রতিবন্ধী হয়েতো বাঁচতে চাইনা
আমিতো শুধু উচিত কথাগুলো বলতে চাই,
আর চাই; ন্যায্য পাওনা চাওয়ার ক্ষমতাকে
বলতে গেলে কণ্ঠ চেপে ধরবে তা মানবোনা।

15 thoughts on “আমি যা চাই …

  1. চমৎকার গোছানো একটি কবিতা পড়লাম। শব্দনীড় এ আপনাকে স্বাগতম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বাস্তবতার নিরীখে আপনার কবিতার ভাষ্য দারুণ মানিয়ে যায়। স্বাগতম দাদা।

  3. আইডি খোলার পর এই প্রথম আপনার লেখার দেখা পাওয়া গেলো। বেশ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।