তোমাদের বাক্সবন্দী স্বাধীনতা আমি চাইনা
আমি শুধু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে চাই,
যে হাওয়ায় ভেসে বেড়াবে না বারুদের গন্ধ
অাবার; পঁচা লাশের গন্ধও নাকে লাগবেনা।
অবচেতন মনের চেতনাবাদ আমার চাইনা
আমিতো শুধুই আমার আগামী ফেরত চাই,
অনেক হয়েছে এবার এ ব্যবসা বন্ধ করো
বিশ্বাস করো ধোঁকাবাজি আর সহ্য হয়না।
নীতিহীনদের নীতিকথা আর শুনতে চাইনা
ওদের গালগল্প, ভন্ডামি আর কত সইবো ?
আমিতো শুধুই দুর্নীতিমুক্ত এক সমাজ চাই,
নীতি আদর্শহীন ভাবে আমি বাঁচতে চাইনা।
আমি বাক প্রতিবন্ধী হয়েতো বাঁচতে চাইনা
আমিতো শুধু উচিত কথাগুলো বলতে চাই,
আর চাই; ন্যায্য পাওনা চাওয়ার ক্ষমতাকে
বলতে গেলে কণ্ঠ চেপে ধরবে তা মানবোনা।
চমৎকার গোছানো একটি কবিতা পড়লাম। শব্দনীড় এ আপনাকে স্বাগতম ভাই।
ধন্যবাদ সুহৃদ
বাস্তবতার নিরীখে আপনার কবিতার ভাষ্য দারুণ মানিয়ে যায়। স্বাগতম দাদা।
ধন্যবাদ দিদিভাই
আইডি খোলার পর এই প্রথম আপনার লেখার দেখা পাওয়া গেলো। বেশ।
জ্বী জনাব
শব্দনীড়ে স্বাগতম ভাই।
আসলে এটা এখনকার সময়ের দাবী।
ঠিক তাই
অনুপম লেখা,,,
ভালো লাগলো,,,
ধন্যবাদ সুহৃদ
* শব্দনীড়ে স্বাগতম…
ধন্যবাদ জনাব
ভাল লাগল কবিবর
আপনার ভালোলাগায় আমিও অনুপ্রাণিত ধন্যবাদ