দুনিয়ার বিচিত্র কিছু আইন

দুনিয়ার বিচিত্র কিছু আইন, যেখানে মেয়ের বাসরঘরে মায়ের উপস্থিতি বাধ্যতামূলক। দেশে এবং বিদেশে এমন কিছু আইন আছে যেগুলো শুনতে একটু হাস্যকর এবং অদ্ভুত বলে মনে হয়। বাংলাদেশের আইনের দণ্ডবিধির ৪৪৮ ধারায় আছে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করলে তার শাস্তি এক হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড দেয়ার বিধান। এক্ষেত্রে উভয় দণ্ডও হতে পারে।

১। কলোরাডতে যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি। প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়েও পড়ে। মহান আদালত এ ব্যাপারে বলেছে, বৃষ্টির পানি এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাবে না। অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে।

২। হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে। তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে। তবে যে লোকের সঙ্গে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে।

৩। আমেরিকার আরিজোয়ানাতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে। ১৮৮০ সালে এই পেঁয়াজ নিষিদ্ধকরণ আইন পাস হয়। আমেরিকার আরেকটি আইন হলো কেউ রসুন খেয়ে গির্জা থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না। ম্যাসাটুচেসের একটা আইন কেউ গির্জায় চীনাবাদাম খেতে পারবে না।

৪। ক্যালিফোর্নিয়ার সুসানভিলে শব্দ করে স্যুপ খাওয়া অপরাধ। মায়ামীতে পুরুষের স্ট্র্যাপলেস গাউন পরে জনসমক্ষে যাওয়া আইনত অপরাধ।

৫। ইলিনয়িস রাজ্যে আরেকটি আইন রয়েছে শীতকালে কোনো জমে থাকা তুষার দিয়ে স্নো বল বানিয়ে গাছের দিকে ছুড়তে পারবে না।

৬। আলাস্কায় কোনো গ্রিজলি ভালুককে মোটেও বিরক্ত করা যাবে না।

৭। মিশিগানে কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয়, তাহলে সেই দালানের প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে।

৮। আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক।

৯। গুয়ামের আইন অনুসারে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা-মা সাধারণত এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন। এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়।

১০। লেবাননের আইন অনুসারে কোনো পুরুষ লোক গৃহপালিত পশুর সঙ্গে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদি হতে হবে। মর্দা পশুর সঙ্গে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদণ্ড।

১১। এথেন্সের পুলিশ কোনো গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেয়ার ক্ষমতা রাখে যদি ওই চালক গোসল না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে।

১২। মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান আছে।

১৩। ইংল্যান্ডে পার্লামেন্টে মৃত্যুবরণ করা বেআইনি।

১৪। ফ্রান্সে শূকরের নাম নেপোলিয়ন রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।

১৫। ইংল্যান্ডে একজন গর্ভবতী মহিলা যে কোনো জায়গায় মূত্র বিসর্জন করতে পারেন। এমনকি তিনি চাইলে কোনো ট্রাফিক পুলিশের হেলমেটে মূত্র বিসর্জন করতে পারেন। এটা তার বিবেচনা।

১৬। সিঙ্গাপুরে চুইং গাম অবৈধ।

১৭। ইন্ডিয়ানাতে রবিবারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।

১৮। জাপানে কোনো মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না।

১৯। জাপানে কারো বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ছোট ভাইকে সম্মানিত করতে চাইলে আইন অনুসারে গার্লফ্রেন্ড অসম্মতি জানাতে পারবে না।

২০। জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংয়ে মেয়েদের ব্রা না পরা আইনত দণ্ডনীয়।

২১। ১৬০৪ সালে ইংল্যান্ডের রাজা কিং জেমস উইচ ক্রাফ এক্ট নামে একটা আইন প্রণয়ন করেন। এই আইনে যারা কালোশক্তি মানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করবে তাদের মৃত্যুদণ্ড দেয়ার বিধান রাখা হয়। সাধারণত যারা কৃষ্ণশক্তি বা এই ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করত তাদের বলা হতো ডাইনি। ডাইনিদের পুড়িয়ে মারা হতো। যদিও বিধান ছিল ফাঁসিতে ঝুলিয়ে মারা। এই আইনের আয়তায় প্রায় ৭০ হাজার মানুষকে মারা হয়। ফ্রান্সের সেই বিখ্যাত জোয়ান অব আর্ককে এই আইনের অধীনেই পুড়িয়ে মারা হয়েছিল। তিনি ফ্রান্সকে ইংল্যান্ডের শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। ১৯৫১ সালে ব্রিটিশ পার্লামেন্ট এই আইন বাতিল করে দেয়।

২২। প্রাচীন ভারতে সনাতন ধর্মে এক আইন ছিল সতীদাহ প্রথা। এই প্রথায় স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের সহমরণে যেতে বাধ্য করা হতো। কোনো ধনী লোকের মৃত্যুর সম্পত্তি অধিকার করার লোভে তার আত্মীয়তরা তার সদ্যবিধবা স্ত্রীকে ধরে বেঁধে, ঢাক-ঢোলের শব্দ দ্বারা তার কান্নার আওয়াজকে চাপা দিয়ে তার স্বামীর সঙ্গে চিতায় শুইয়ে পুড়িয়ে মারত। পরে ১৮২৯ সালে ৪ ডিসেম্বর রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিংক এই প্রথা বেঙল প্রেসিডেন্সিতে বাতিল করেন।

২৩। বারবার নর্থ ক্যার্লিফোনিয়াতে একটি আইন আছে তাহলো কুকুর-বিড়াল ঝগড়া করতে পারবে না। তাদের নিয়ম হলো কুকুর ঝগড়া করবে কুকুরের সঙ্গে, বিড়াল বিড়ালের সঙ্গে।

২৪। নিউইয়র্ককে এ ট্রাম অথবা ট্রলিকার থেকে খরগোশ শিকার নিষিদ্ধ।

২৫। মিশিগানে কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রি করতে পারবে না। সেখানে স্ত্রীর চুল স্বামীর সম্পত্তি হিসেবে গণ্য।

২৬। নিউইয়র্কে ছাদ থেকে লাফানোর শাস্তি মৃত্যুদণ্ড।

২৭। ফ্লোরিডাতে নিজের সন্তান বিক্রি করা বেআইনি।

২৮। আরকানসাসে মাসে একবার বউ পেটানো যাবে। কিন্তু দুই বার পেটালেই সমস্যা!

২৯। থাইল্যান্ডে ত্রিশ বছরের বেশি বয়সী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।

৩০। ভেনিসে ১১৭৩ সালের পর থেকে মরাও বেআইনি। মানে সেখানে মৃত্যুবরণ করাটাও বেআইনি কাজ। মানুষ শান্তিতে মরবে তারও কোনো উপায় নেই।

৩১। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সঙ্গে সহবাস নিষিদ্ধ। এমনকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তার কুমারী বধূর সঙ্গে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কীভাবে তার কুমারিত্ব বিসর্জন দেবে এ বিষয়ে কোনো আইনি ব্যাখ্যা দেয়া হয় নাই যেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়।

4 thoughts on “দুনিয়ার বিচিত্র কিছু আইন

মন্তব্য প্রধান বন্ধ আছে।