নবদ্বীপ থেকে লক্ষণ সেন
যেভাবে পালিয়েছিলো,
অনেকটা সেভাবেই
স্কুল পালাতাম আমরা।
আশ্বিনের রোদ ফুঁড়ে
হঠাৎ ঝরে পড়া বৃষ্টির মতো
উচ্ছ্বলতায় কাটতো
সেই অবিনাশী দিন গুলো।
তেমন একদিনে স্কুল পালিয়ে
মাঝপথে দেখা নেই,
বিপাশা – নিরঞ্জন দুজনেরই।
অগত্যা আবার প্রত্যাবর্তন,
এক বেঞ্চের দুই পাশে
চুপচাপ দু’জন।
– কিরে, হঠাৎ সুশীল হয়ে গেলি,
তোরা আর স্কুল পালাবি না?
চেয়ে দেখি নিরঞ্জনের
হাতের ইশারায়,
ব্যান্ডেজ বাঁধা সেদিন
বিপাশার ডান পা’য়ে…
জানার তৃষা থেকে গেল।
সাথেই থাকুন,
ধন্যবাদ…
– কিরে, হঠাৎ সুশীল হয়ে গেলি,
তোরা আর স্কুল পালাবি না?
* ভালো লাগা রেখে গেলাম কবি…
শুকরিয়া
মুগ্ধ পাঠক হয়ে পড়ে গেলাম কবি রোমেল আজিজ। শুভ সকাল।
ধন্যবাদ দাদা
মুগ্ধ হলাম কবি
শুকরিয়া দাদা
ভাল লেখা কবি দা।
ধন্যবাদ দিদি
ধন্যবাদ দিদি