কুঞ্জমানুষ

কুঞ্জমানুষ

মানুষ হতে খুব ইচ্ছা হয় শুধু একটা মানুষ !
যেখানে নিত্যক্ষণে খেলা করে বজ্রপাতের
মতো সাজসজ্জা- সত্যের সোনালী ফসলে
শালিকদের গান হয়ে যাওয়া মিথ্যের শূন্য ভরা ডোল;
সেখানেই মানুষ হতে খুব ইচ্ছা হয়; তাই বলছি?

তারপরও ভাবছো- মানুষ হতে পারলাম কোথায় ?
শুধু অমানুষের মতো ছুটে চলি আত্মার মধু বন্ধনে-
অথচ মাটির গন্ধ তারা পায় না, উল্টো মন্দে একাকার;

আমি জল দেখি- ঢল দেখি আরও দেখি নোনা জলের থৈ থৈ-
তবুও মানুষগুলো রক্ত চায়- বিদ্বেষী ফসল ফুলাতে চায়;
সেখানেই মানুষ হতে বলিস না- পারবো না -মানুষ হতে
শুধু রয়েই যাবো- বন্যপশু হরিণের মতো কুঞ্জমানুষ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কুঞ্জমানুষ

  1. কুঞ্জমানুষ শব্দটি মাথায় ঘুরছিলো। কি হতে পারে এর অর্থ ভেবে !! কবিতায় সমাধান পেলাম প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।