এখন তুমি কার

এখন তুমি কার

জানি
তুমি নির্ভীক তপস্বিনী।
আবার এ-ও জানি-
তুমি অধরা মাধুরী ,
আঁধার চুর্ণকারী
বাল্মীকি; অহংকারী।

জানি
তোমার চুম্বনে স্পন্দিত গোধূলি
আকাশে ভাসে রক্তিম শশী,
সাঁঝের আলিঙ্গনে
জড়ো সড়ো প্রেমিক মন;
যখন তুমি উন্মত্ত তাপসী।

জানি
রূপের সাম্রাজ্যে তুমি একক রাণী,
যেখানে কোন বাঁধা নাই, মানা নাই
দস্যি অথবা দস্যিপনায়!

জানিনা কেবল-
কোন লালসার ছলে,
আমার মত ছাপোষাকে
পুড়েছ ভালোবাসার অনলে।

জানিনা
কি সেই কারণ?
আমার অরন্যক হৃদয় জুড়ে-
করেছো বিচরণ! দুমড়ে-মুচড়ে
করেছো একাকার!
জানিনা
আমার জীবন ছারখার করে
এখন তুমি হয়েছো কার?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “এখন তুমি কার

  1. অসাধারণ একটি প্রচ্ছদ এবং অসামান্য একটি লিখা। অভিনন্দন প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা গুলো ব্লগে এলেই পড়ি, ভালো লাগে যে কজন কবির লেখা তার মধ্যে আপনি একজন, এই কবিতাটিও পড়েছি মন দিয়ে আপনার অন্য লেখার মত  এখানে গভীরতা পাইনি, যখন ভোলো কিছু পেতে অভ্যস্থ হয়ে যাই তখন সামান্য বির্বতনে সুখ বঞ্চিত হই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    শুভকামনা থাকলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. প্রশ্নের উত্তর সেই দিতে পারবে,,,!

     

    চমৎকার সব শব্দ চয়নে মুগ্ধকর লেখা,,!

     

    অনেক ভালো লাগলো,,!

মন্তব্য প্রধান বন্ধ আছে।