পাণ্ডুলিপির শবদাহ এবং নব প্রত্যয়

ভেবেছিলাম আর কখনো লিখবনা
অতীতের সকল লিখা এখন আমার অচেনা
সবুজ ঘাস ফড়িং একদা হারিয়েছিল শ্যামলতা
নীলাকাশে সূর্যাস্তের লালিমাও ঢেকে দিয়েছিল কালো মেঘ
চোখের সামনে ভেসে উঠেছিল এক ধুধু বালুচর
অরণ্যে পোড়া গন্ধে প্রায় নাভিশ্বাস
হঠাত এক প্রলয়ঙ্করী ঝড় ভাসিয়ে নিয়েছিল
সকল লোকালয়। উদ্ভ্রান্তের মতো ঘুরেছি আমি অজানা পথে।
আমি সীমাহীন ক্লান্ত প্রাণ এক
প্রখর দাবদাহে যখন পুড়েছে আমার মানচিত্র
যোগান দিয়েছিল অতীতের যত স্মৃতিকথা
পাণ্ডুলিপি পুড়ে হয়েছে ছাই …।
জানা শহর অজানা হয়েছে আজ
সবুজ মাঠের ঘাস হয়েছে কণ্টকাকীর্ণ
চেনা মানুষগুলো কেন যেন আজ বিবর্ণ ।
ধরণি আবার তুমি হয়েছ সদয়
খুঁজে পেয়েছি এক নব দিগন্ত
অতীতের সকল ছাই ভস্মের উপর দাঁড়িয়ে
নব অরুণের রঙ মেখে রচিব আবার —
জীবনের জয়গান ।

16 thoughts on “পাণ্ডুলিপির শবদাহ এবং নব প্রত্যয়

  1. কবিতায় অভিমান ___ 'আবার নব অরুণের রঙ মেখে রচিব আবার —
    জীবনের জয়গান' ___ কথা গুলোয় যে প্রত্যয় উঠে এসেছে তাকে অসাধারণই বলবো।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় কবি দি, আপনাদের অনুপ্রেরণা নবপ্রত্যয়ে বাধ্য করেছে। ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. রিয়া ম্যাডাম আজ তাঁর মন্তব্যে আপনার লিখার দারুণ ব্যবচ্ছেদ ঘটিয়েছেন।
    মোস্ট ওভার আই অলসো এডমিটেড এ্যাণ্ড অ্যাপ্রিশিয়েটেড দ্যাট স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. * সুপ্রিয়, আপনিতো অনুপ্রেরণার ভাণ্ডার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      শব্দনীড় আপনার অবদান অস্বীকার করবে কী করে! ভালো থাকুন সবসময়।

  3. হতাশা থেকে অভিমান

    এবং ইভেঞ্চুয়ালি "অতীতের সকল ছাই ভস্মের উপর দাঁড়িয়ে নব অরুণের রঙ মেখে" জীবনের জয়গান করার প্রত্যয় । দারুণ!

     

  4. * সুপ্রিয়, প্রাপ্তির জন্য আসিনি বলে হতাশা নেই, এ এক ধরণের উদাসীনতা বলতে পারেন…

    ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. অতীতের সকল ছাই ভস্মের উপর দাঁড়িয়ে
    নব অরুণের রঙ মেখে রচিব আবার — https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।