এপাশ ফিরে শোও-
চারপাশে সব কামুক ধোঁয়া
যাচ্ছে সময় চুমি,
সুদীর্ঘ রাত একলা একা
কেমনে রবে তুমি?
এপাশ ফিরে শোও-
প্রনয় রাতের ঘামকুমারীরা
আহুতি চেয়ে ফোঁটে,
হৃদয় হতে ব্যকুলতা নেমে
ঠিক তোমাতেই লোটে।
এপাশ ফিরে শোও-
কয়েকটা পাতা উলটে দেখি
ভ্রান্তি তুমি কার?
উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
নিখাঁদ উষ্ণতার।
পাশ ফিরে শুয়ে-
আমার শরীরে শরীর মেলালে!
আমি অবাক অকস্মাৎ,
আমার পুলকে পুলকিত হল
অলকনন্দা রাত।
এপাশ ফিরে শোও-
কয়েকটা পাতা উলটে দেখি
ভ্রান্তি তুমি কার?
উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
নিখাঁদ উষ্ণতার।
* কবিতার থিম, ভাবকল্পণা, উপস্থাপনা সব-ই মুগ্ধ করার মত…
ভালো থাকুন কবি।
আপনিও ভাল থাকুন
বাহ্ ভাল লেখা।
ধন্যবাদ আপনাকে
'অবাক অকস্মাৎ, আমার পুলকে পুলকিত হল … অলকনন্দা রাত।' চমৎকার লিখা।
ধন্যবাদ আপনাকে
আপনার কবিতা পড়া যেন একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে যাওয়া।
কৃতজ্ঞতা জানুন।
এ পাশ ও পাশ করে দেখেছি খুব, সময় মন্থনে মানুষ নিঃচুপ; তার পরও ফিরে দেখি জীবনের ক্ষয় পাশাপাশি দুই নদী দুই ধারা বয়।…..
শুভ কামনা থাকলো।

আপনার জন্যিও শুভকামনা।
আপনার লেখায় এক ধরণের প্রশান্তি থাকে। পড়তে এবং অনুভবে দারুণ লাগে।
আসলে এটা আপনার পড়ার সৌন্দর্য
অসাধারণ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে