প্রণয় রাত্রি

এপাশ ফিরে শোও-
চারপাশে সব কামুক ধোঁয়া
যাচ্ছে সময় চুমি,
সুদীর্ঘ রাত একলা একা
কেমনে রবে তুমি?

এপাশ ফিরে শোও-
প্রনয় রাতের ঘামকুমারীরা
আহুতি চেয়ে ফোঁটে,
হৃদয় হতে ব্যকুলতা নেমে
ঠিক তোমাতেই লোটে।

এপাশ ফিরে শোও-
কয়েকটা পাতা উলটে দেখি
ভ্রান্তি তুমি কার?
উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
নিখাঁদ উষ্ণতার।

পাশ ফিরে শুয়ে-
আমার শরীরে শরীর মেলালে!
আমি অবাক অকস্মাৎ,
আমার পুলকে পুলকিত হল
অলকনন্দা রাত।

14 thoughts on “প্রণয় রাত্রি

  1. এপাশ ফিরে শোও-
    কয়েকটা পাতা উলটে দেখি
    ভ্রান্তি তুমি কার?
    উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
    নিখাঁদ উষ্ণতার।

     

    * কবিতার থিম, ভাবকল্পণা, উপস্থাপনা সব-ই মুগ্ধ করার মত…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    ভালো থাকুন কবি।

  2. 'অবাক অকস্মাৎ, আমার পুলকে পুলকিত হল … অলকনন্দা রাত।' চমৎকার লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. এ পাশ ও পাশ করে দেখেছি খুব,                                                                                       সময় মন্থনে মানুষ নিঃচুপ;                                                                                         তার পরও ফিরে দেখি জীবনের ক্ষয়                                                                           পাশাপাশি দুই নদী দুই ধারা বয়।…..

    শুভ কামনা থাকলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  4. আপনার লেখায় এক ধরণের প্রশান্তি থাকে। পড়তে এবং অনুভবে দারুণ লাগে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।