অক্ষমতায় হেরে যাওয়া

আমি নিজে উপরেই রেগে যাই বার বার,
আমি নিজের উপরেই বীতশ্রদ্ধ শতবার,
নিজের না পারা, নিজের সব অক্ষমতা,
নিজের কাছেই ধরা পরে যাওয়া,
নিজের কাছেই নিজের বিহবলতা।

আমাদের চাওয়া পাওয়া গুলো
কখনো সখনো মিলে যায় হঠাৎ,
আমাদের ইচ্ছে অনিচ্ছের পরীগুলো
ডানা মেলে উড়ে চলে একই আকাশে,
আকাশের ওই বিশালতাও হার মানে
আমাদের কল্পনার ডানা মেলা ক্ষন।

আমি সেই ইচ্ছে অনিচ্ছের পরী হয়ে
ভুলে যাই নিজের বাস্তবতা, ভুলে যাই
পৃথিবীর সব হিসেব নিকেশ।
সীমারেখার সীমানা পেরিয়ে,
চলে যেতে যেতে হিসেব হারিয়ে,
হারিয়ে ফেলে তোমার আমার এক
অলিখিত পাওয়া না পাওয়ার চুক্তিমালা,
নিজের দোষেই তোমার সাথে হয়ে যায়
এক যোজন যোজন দুরত্ব গাঁথা।।

8 thoughts on “অক্ষমতায় হেরে যাওয়া

  1. এটা বলার অপেক্ষা রাখে না যে, আপনার লিখা গুলোন ভীষণ শুধু নয়; সত্য সাধারণ। অনুভবের প্রকাশ পাঠক তার স্ব-চরিতের সাথে মিলিয়ে নিতে পারেন। শুভ সন্ধ্যা। :)

    1. আপনার এই মন্তব্য আমার কাছে ভীষন এক পাওয়া। আমার লেখা সার্থক। আমি অভিভূ।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।