তোমরা যারা সুন্দরকে ভালোবাসতে শেখালে,
সুন্দরকে সুন্দর বলতে শেখালে,
আমি আজও সেই সুন্দরকে ভালোবাসি।
সুন্দরকে সুন্দর বলি।
সুন্দরের হাত ধরেই রোজ রোজ আকাশ দেখি,
পাখি দেখি, ফুল ও ফল সবুজ স্যমল শষ্যখেত দেখি। সুন্দর সকাল দেখি, গোধূলি বেলার সূর্যাস্ত দেখি। জোছনা দেখি। কি অপরূপ সুন্দর সব!
কেবল উপরে ফিটফাট ভেতরেটা সদরঘাট!
এখন আর আগের মতো সুন্দর দেখা হয় না!
সুন্দরের ভেতরে যে আরেকটা সুন্দর থাকে,
সেরকম গভীরভাবে এখন দেখি না তাকে।
সুন্দরের দেয়ালে দেয়ালে এখন সেওলা জমাট!
মসৃণ দেয়ালে টিকটিকিগুলো এখন নিরাপদহীন!
আজ সুন্দর নেই কেউ…..!!
সুন্দর আজ ধর্ষিত হয়…..!!
সুন্দর আজ রক্তাক্ত হয়…!!
সুন্দর আজ পতিতালয়….!!
সুন্দর আজ নিষিদ্ধ পল্লির চটি গল্পগুজব!
সুন্দর আজ নির্যাতিত একটা শিল্পের উৎসব!
তাই এখন বেলা শেষে দেখি বিষন্ন আকাশ ঢেকে আছে মেঘে!
যে সুন্দরেরা প্রফুল্লহৃদয় নিয়ে শহর জুড়ে উঠতো জেগে,
সে সুন্দর এখন রোজ বেদনার হাত ধরে বাড়ি ফিরে….!!!
বাহ্ সুন্দর
অশেষ শুকরান প্রিয়।
সুন্দরকে সুন্দরতর বলাই শ্রেয়। খুব কম সময়ের জন্য যে কথাই হয়না। কেমন আছেন আপনি সাহারাজ হোসেন ? কেমন ব্যস্ততায় জীবন চলছে ?
কাজে কাজেই ব্যস্তসময় পার করছি। আলহামদুলিল্লাহ্ খুব ভালো আছি।
সুন্দর হয়েছে লেখাটি।
অশেষ শুকরান প্রিয় মেম।
কবিতা সুন্দর।
অশেষ শুকরান প্রিয়।
চমৎকার লিখেছেন
অশেষ শুকরান প্রিয়।
দারুণ বিষয়বস্তু এবং এর কবিতারুপ (" উপরে —–সদরঘাট" লাইনটা ছাড়া !)
মুগ্ধ হয়ে পড়লাম।
অশেষ শুকরান প্রিয়।
সুন্দর।
অশেষ শুকরান প্রিয়।
সুন্দর আজ নিষিদ্ধ পল্লির চটি গল্পগুজব!
সুন্দর আজ নির্যাতিত একটা শিল্পের উৎসব!———–
অশেষ শুকরান প্রিয়।