স্বপ্ন

স্বপ্ন
স্বপ্নের জানালায় উঁকি দিয়ে
নিত্য দেখি যে স্বপ্ন,
বাস্তবতার পদপিষ্টে রোজ’ই
হয় সে চূর্ণ-বিচূর্ণ,!

মনটা আমার খেয়ালি দোল
নীল পদ্ম কমল,
তাই তো জল চোখে টল্ মল্
স্বপ্ন নীলৎপল,!

স্বপ্ন আসে স্বপ্ন ভাঙে সহস্র
হয়নি তবু লীন,
স্বপ্ন মানুষ আমি স্বপ্ন দেখবো
স্বপ্ন চোখে প্রতিদিন,!

০৩/০৯/১৮

13 thoughts on “স্বপ্ন

  1. স্বপ্ন জানালায় আমিও অহরহ দেই উঁকি; স্বপ্ন স্বপ্নেই … অধরা থেকে যায় সব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. স্বপ্ন মানুষ আমি স্বপ্ন দেখবো
    স্বপ্ন চোখে প্রতিদিন,!

     

    * স্বপ্নে বিভোর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. "মনটা আমার খেয়ালি দোল
    নীল পদ্ম কমল,
    তাই তো জল চোখে টল্ মল্
    স্বপ্ন নীলৎপল,!"—- দারুণ !

মন্তব্য প্রধান বন্ধ আছে।